ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চট্টগ্রামের ঘটনায় যা বললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:২৪ এএম, ০৩ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম নগরীর আর এস রোডে খুকি লাইফস্টাইল নামে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। বেশ আগেই ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান এই অভিনেত্রী। তবে তাকে দিয়ে শোরুম উদ্বোধনের প্রতিবাদ করেছেন সেখানকার একদল মানুষ।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় মেহজাবীনের সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে আর যাননি তিনি।

ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন মেহজাবীনের অনুরাগীরা। ফেসবুকে ঘটনার প্রতিবাদ করেন অনেকে। তাদের ধন্যবাদ জানিয়ে রাতে মেহজাবীন ফেসবুকে লিখেছেন, আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।'

কী ঘটেছিল চট্টগ্রামে? মেহজাবীন কেন যাননি ওই শোরুম উদ্বোধনে? সে প্রসঙ্গে তিনি লিখেছেন, 'আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।'

ওই উদ্বোধন অনুষ্ঠানে আসা ওসমান নামের একজন অতিথি বলেন, ‘তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষপর্যন্ত শোরুম উদ্বোধনে আসেননি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’

আরএমডি/