সার্জিস-হাসনাত আসিফের ডেরায়
কণ্ঠশিল্পী আসিফ আকবরের ডেরায় হাজির হয়েছিলেন ছাত্রজনতার অভ্যুত্থানের দুই নায়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সঙ্গে ছবি প্রকাশ করে দুই তরুণের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আসিফ।
সামাজিক মাধ্যমে দুই তরুণের সঙ্গে ছবি প্রকাশ করে আসিফ লিখেছেন, ‘জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন্যবাদ জানাতে জেন-জেড-এর পক্ষ থেকে। তাদের সাথে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সঙ্গীত ও মিডিয়া নিয়েও গল্প হলো। তারা যথেস্ট জ্ঞানী এবং স্মার্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ খুব স্ট্রেটকাট ছেলে, সার্জিস আলম মৃদুভাষী।’
আসিফ লিখেছেন, ‘আমিও তাদেরকে আমাদের জেড-ফোর্স-এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মু্ক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্রজনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনীতন্ত্র থেকে মুক্তি। জেড-ফোর্স-এর নভেম্বর বিপ্লব আর জেন-জেড-এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সোচ্চার ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামাজিক মাধ্যমে লেখালেখির পাশাপাশি রাজপথেও ছিলেন সক্রিয়। ছাত্রহত্যার প্রতিবাদে নিজের ছেলেকে নিয়েও তিনি হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। গণআন্দোলনে লাখো জনতার জমায়েতে নিজের ছেলেকে সামনে এগিয়ে দিয়ে তিনি বলেছিলেন, ‘এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি—স্বৈরশাসকের পদত্যাগ চাই।’
আরএমডি