দ্বিতীয় সন্তানের মা হলেন ফারজানা ছবি

অভিনেত্রী ফারজানা ছবি দ্বিতীয়বারের মত মাতৃত্বের স্বাদ পেয়েছেন। গেল ১ মে দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছবির কোল জুড়ে আসে দ্বিতীয় পুত্র সন্তান। বর্তমানে মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।
ফারজানা ছবি বলেন, ‘যেকোনো নারীর কাছে মাতৃত্বের স্বাদ তার জীবনে পূর্ণতা আনে। দ্বিতীয়বারের মত মা হয়েছি। এটি আমার জীবনের অমূল্য প্রাপ্তি। সকলে আমাদের জন্য দোয়া করবেন।’
পারিবারিকভাবে ২০১৪ সালে ঢাকা কমার্স কলেজের শিক্ষক তন্ময় সরকারকে বিয়ে করেন ফারজানা ছবি। বিয়ের প্রথম বছরে এই দম্পতির ঘরে আসে প্রথম পুত্র সন্তান অভিরূপ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে আবদুল্লাহ আল মামুনের ‘চিঠি’ নাটকের মাধ্যমে ফারজানা ছবির অভিনয়ে অভিষেক হয়। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন।
এনই/এলএ/এবিএস
আরও পড়ুন
বিজ্ঞাপন