ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পুথি গাইলেন ‘আমি তো ভালা না’র রাব্বি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৮ এএম, ১১ অক্টোবর ২০২৪

তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো’ গানের শিল্পী কামরুজ্জামান রাব্বি গাইলেন পুথিগান। সম্প্রতি ইউটিউবে প্রকাশ করেছেন ‘মিঠু বিবিরি সংসার’ শিরোনামে একটি পুথি। প্রচলিত সুরে আধুনিক পুথিটি লিখেছেন প্রবাসী পুথিকার কাব্য কামরুল।

গতকাল (১০ অক্টোবর) বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে পুথিটি অবমুক্ত করেছেন রাব্বি। ভিডিওতে লোকজ পুথি পড়ার ভঙ্গিতে তাকে পুথি গাইতে দেখা গেছে। আধুনিক কথা ও লোকজ সুরের এ পুথির ভিডিওটি এরই মধ্যে শ্রোতাদের প্রশংসা পেতে শুরু করেছে।

পুথির গল্পটি জানতে চাইলে প্যারিস থেকে পুথিকার কাব্য কামরুল জাগো নিউজকে বলেন, ‘মিঠুদি ও জাহাঙ্গীর ভাই আমার কাছে অসাধারণ দুই চরিত্র। প্যারিসে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আমার জানাশোনা। অনেক দিন ধরেই এই দম্পতিকে নিয়ে একটি পুথি লেখার চেষ্টা করছিলাম। একদিন কর্মস্থলে যাওয়ার পথে মেট্রোতে বসে লিখে ফেললাম।’

পুথি গাইলেন ‘আমি তো ভালা না’র রাব্বি

শিল্পী কামরুজ্জামান রাব্বির কণ্ঠে নিজের পুথি প্রসঙ্গে কাব্য কামরুল বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় নিজের কয়েকটি পুথির রেকর্ডিং করছিলাম। পরিচালনা করছিলেন লোকশিল্পী কামরুজ্জামান রাব্বি। তিনি আমার সদ্য প্রকাশিত পুথির বই “পরবাসের পুথি” ওল্টাচ্ছিলেন। তিনি “মিঠু বিবির সংসার” পুথিটি করতে চাইলে আমি খুব খুশি হয়েছি। তিনি পুথিটি প্রকাশ করায় আরও ভালো লাগছে।’

লোকগান গাইতে গাইতে কেন পুথিগান? জানতে চাইলে রাব্বি বলেন, ‘ছোটবেলা থেকে পুথি শুনে আসছি, দেখে আসছি। এই ধারাটি এখন হারিয়ে গেছে। “পক্ষী যায় উড়ে যায়” গানের একটা অংশে পুথি যোগ করে গেয়েছিলাম। শ্রোতারা পছন্দ করেছিলেন। ভাবলাম একটা পূর্ণাঙ্গ পুথি গাই। পুথি লোকধারার একটি ধারা, নিজের একটা পুথি থাকলে ভালো লাগবে ভেবে, ভালোলাগার জায়গা থেকে গাইলাম, আমার প্রোফাইল সমৃদ্ধ হলো।’

রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০১৬ থেকে সংগীতাঙ্গনে এসেছেন রাব্বি। সেরা পাঁচ প্রতিযোগির তালিকায় ছিলেন তিনি। লোকসংগীতপ্রেমী মানুষের মনে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন এই তরুণ। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সখি’, ‘না ফেরার দেশে’, ‘একখান পান চাইলাম’, ‘কমলার বাপ’, ‘তুমি আমায় লইয়া খেলছো খেলা’, ‘আমি বামুন হইয়া চাঁদের পানে’। সংগীতে স্নাতক, স্নাতকোত্তরের পর এখন পিএইচডি করছেন রাব্বি।

আরএমডি/জিকেএস

আরও পড়ুন