ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অসময়ে পপি

প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৩ মে ২০১৬

চিত্রনায়িকা পপি দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অনুপস্থিত। তার অভিনীত সর্বশেষ ছবি প্রয়াত নির্মাতা আবদুল্লাহ আল মামুন ‘দুই বেয়াইয়ের কীর্তি’ মুক্তি পায় গেল বছর ২৯ মে। এতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস। এরপর থেকে পপি রয়েছেন রুপালি পর্দার অন্তরালে।

কয়েকমাস আগে পপি কাজ করছিলেন ‘সোনা বন্ধু’ শিরোনামের একটি ছবিতে। কিন্তু নানা কারণে সে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। এরপর গেল ফেব্রুয়ারিতে জসিম উদ্দিন পরিচালিত ‘আমেরিকান ড্রিমস’ ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হলেও ছবির শুটিংয়ের আগে পপি নিরুদ্দেশ হয়ে যান। পড়ে তাকে ছাড়াই শুটিং শুরু করেন ছবির নির্মাতা এম জসিম উদ্দিন।

এরপর বড়পর্দায় আর নতুন কোনো খবরে নেই পপি। তবে মাঝে মধ্যে দুই একটি বিজ্ঞাপন এবং বিশেষ দিবসের নাটকে দেখা যায় পপিকে।

পপির বর্তমান হালচাল জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুটা অভিমান নিয়েই বলেন, ‘আমার হাতে আপাতত নতুন কোনো কাজ নেই। ঈদেও তেমন কিছুতে মনে হয় থাকছি না। বেশ কিছু নাটক-টেলিছবির প্রস্তাব পেয়েছি। সেগুলো পছন্দ হয়নি। যদি নতুন ছবিতে কাজ করি তখন সবাইকে জানাবো।’

তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী হতাশা প্রকাশ করে আরো বলেন, ‘চলচ্চিত্রে অবস্থা যাচ্ছে তাই। দিন দিন হতাশা আর হতাশা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে আমি নিজেও হতাশ। এ অবস্থা থেকে বেরিয়ে আসার পথ আমার জানা নেই। সবাই শুধু সমস্যা নিয়ে ভাবেছেন, উত্তরণের পথ খুঁজছেন না কেউ।’

তিনি আরো বলেন, ‘আমি চাই আমাকে গল্প প্রধান ছবিতে অভিনয় করানো হোক। যেখানে নারী প্রধান চরিত্রই হবে মুখ্য। কিন্তু তেমন কোনো ছবির প্রস্তাব আমি পাচ্ছিনা। আমাকে দিয়ে এখন তো আর ওই কলেজ পড়ুয়া নায়িকার রোমান্টিক চরিত্র মানাবে না। চরিত্রে একটু গভীরতা থাকা চাই।’

এসময় তিনি পার্শ্ববর্তী দেশের চলচ্চিত্রের প্রসঙ্গ টেনে বলেন, কলকাতার ছবিগুলো ঢাকার দর্শকরা সাদরে গ্রহণ করছেন। কিন্তু নিজেদের ছবি দেখছেন না। এর মানে এখানে দর্শকদের রুচি ও চাহিদা অনুযায়ী ছবি হচ্ছে না। এখন দর্শক পাল্টেছে। ধুন্ধুমার মারামারি আর গড়পড়তা গল্প দিয়ে তৈরি ছবির দর্শকের চেয়ে বাস্তব জীবনের মন নাড়া দেয়া গল্পের দর্শক এখন বেশি। এইসব বিষয়গুলো নির্মাতাসহ ছবি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিত।

এনই/এলএ/আরআইপি