ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বন্যার পানি নামলে যা করবেন বলে ভাবছেন জাহারা মিতু

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৯ আগস্ট ২০২৪

ফোনে কথা বলতে কষ্ট হচ্ছিল ঢালিউড অভিনেত্রী জাহরা মিতুর। বন্যাকবলিত ফেনীতে ত্রাণ দিতে গিয়ে ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। ঢাকায় ফেরার পথে জানালেন বন্যার্ত মানুষের দুর্দশার কথা। বন্যার পানি নামলে যা করবেন বলে ভাবছেন সেসবও জানালেন জাহারা মিতু।

বছরের অন্য সময়গুলোতে মিতুকে দেখা যেত দেশে-বিদেশে ভ্রমণ করতে। এখন তার ফেসবুকে দেখা যাচ্ছে বন্যাদুর্গতদের মানবিক পোস্ট। জাহারা মিতুর ফেসবুক এখন বানভাসী মানুষকে বাঁচানোর আকুতিতে ভরে উঠেছে। এরই মধ্যে বন্যাদুর্গত এলাকায় বন্ধুদের নিয়ে কয়েক ট্রাক ত্রাণ বিতরণ করেছেন বলে জানালেন জাহারা মিতু।

বন্যার পানি নামলে যা করবেন বলে ভাবছেন জাহারা মিতু

বন্যার্ত এলাকায় যা দেখে এসেছেন সে প্রসঙ্গে জাহারা মিতু জাগো নিউজকে বলেন, ‘আমরা ত্রাণ বিতরণ করছি এই খবর প্রকাশ করার দরকার নেই। পারলে সবাই আমাদের টিমকে ত্রাণের ব্যবস্থা করে দিন। দুর্গত এলাকার মানুষের অবস্থা খুবই খারাপ। এসব দৃশ্য দেশে অস্থির হয়ে যাচ্ছি। ভীষণ খারাপ লাগেছে।’

বন্যার পানি নামলে যা করবেন বলে ভাবছেন জাহারা মিতু

বন্যাদুর্গত এলাকার অভিজ্ঞার জািনয়ে মিতু বলেন, ‘আমি ফেসবুকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের কোনো লেখা শেয়ার করতাম না, যদি দুর্গতের সাহায্যের জন্য সবকিছু পেয়ে যেতাম। গণমাধ্যমে যখন দেখলাম বন্যার অবস্থা ভয়াবহ, তখন কয়েকজন বড় ভাই, বন্ধুদের ফোন দিলাম। তারা বলেছেন পাশে আছি। কিন্তু সব তোর দায়িত্ব। আমি বলেছিলাম, কোনো সমম্যা নাই। কিন্তু কাজে নেমে দেখলাম, অনেক কিছু পাচ্ছি না। তখন এক বন্ধুর পরামর্শে ফেসবুকে পোস্ট দিলাম। দেখলাম কাজগুলো সহজ হয়ে গেছে।’
বড় ভাই ও বন্ধুদের সাহায্যে কয়েক ট্রাক ত্রাণ দিতে পেরেছেন জানিয়ে মিতু বলেন, ‘আমি কখনো চিন্তাও করতে পারিনি যে, আমার একটা ফোনে আমার কাছের বড় ভাই ও বন্ধুরা এভাবে সাহায্য পাঠাবেন। তারা না থাকলে অনেক কিছু করতে পারতাম না। তাদের কারণে বন্যাদুর্গত এলাকায় এত ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। আমি তো এত টাকার মালিক না। কিন্তু দেওয়ার ইচ্ছে আছে। তাই আল্লাহ আমার ডাক শুনেছেন। আমিও মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।’

বন্যার পানি নামলে যা করবেন বলে ভাবছেন জাহারা মিতু

বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মিতু জানান, পানি কমলেও বন্যার পর নানান রোগের প্রাদুর্ভাব দেখা দেবে দুর্গত এলাকায়। এ অবস্থায় এসব এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক বন্ধুদের নিয়ে মেডিকেল ক্যাম্প করার কথা ভাবছেন তিনি। মিতু বলেন, ‘এর আগেও ডাক্তার বন্ধুদের নিয়ে মেডিকেল ক্যাম্প করেছি। আগামী দুই-এক সাপ্তাহ পর বন্যাদুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বন্যার পানি নামলে যা করবেন বলে ভাবছেন জাহারা মিতু

উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছিলেন জাহারা মিতু। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি শোবিজে কাজ শুরু করেন। ২০১৯ সালে ‘আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে তার অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘জয় বাংলা’ ২০২২ সালে মুক্তি পায়। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে ‘আগুন’ সিনেমার কাজও শেষ করেছেন তিনি।

এমআই/এমএমএফ/আরএমডি/এএসএম

আরও পড়ুন