ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মাস্ক পরে ছাত্রদের সঙ্গে কাজ করেছেন বাপ্পি চৌধুরী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৮ আগস্ট ২০২৪

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রায় সকল শ্রেণি-পেশার মানুষ। বাদ যাননি বিনোদন অঙ্গনের তারকারাও। নিজেদের মতো করে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। কেউ বন্যাকবলিত এলাকায় নিজ হাতে ত্রাণ দিয়েছেন। কেউ দিয়েছেন কোনো কোনো সংঘের হাতে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কাজ করতে দেখা গেছে ঢালিউড অভিনেতা বাপ্পি চৌধুরীকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ত্রাণ সংগ্রহ ও বিতরণের জন্য প্রস্তুতি কার্যক্রমে অংশ নিয়েছেন বাপ্পি চৌধুরী। এ সময় মাস্ক পরে ছাত্রদের হাতে হাত লাগাতে দেখা গেছে এই অভিনেতাকে। সে রকম একটি ছবির সূত্র ধরে যোগাযোগ করা হলে জাগো নিউজকে বাপ্পি বলেন, ‘মনটা ভালো নেই। শান্তিতে থাকতে পারছি না। তাই পরপর দুদিন ছাত্রদের সঙ্গে কাজ করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে কাজ করেছি, সাধ্যমতো টাকা-পয়সাও দিয়েছি। আমাদের শিল্পী সমিতিতেও অনুদান দিয়ে অংশগ্রহণ করেছি।’

ছাত্রদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে বাপ্পি চৌধুরী বলেন, ‘প্রথমে আমাকে কাজ করতে দিতে চাইছিল না। কিন্তু আমি বলেছি, আমি পারবো। তারপর সবার সঙ্গে কাজ করেছি। সবাই আমাকে অনেক সাহায্য করেছে। ওখান থেকে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছি, যা পরবর্তী জীবনে কাজে লাগবে।’

মাস্ক পরে ছাত্রদের সঙ্গে কাজ করেছেন বাপ্পি চৌধুরীঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন বাপ্পি

দেশের সব মানুষ ও তার দর্শকদের বাপ্পির অনুরোধ, সবাই যেন যে যার জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। তিনি বলেন, ‘আমরা সবাই যদি সবার জায়গা থেকে এগিয়ে যাই, তাহলে কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না। সব ঠিক হতে কিছুদিন হয়তো লাগবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, একটু এগিয়ে আসেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’

ঢালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন বাপ্পি। তার অভিনীত কিছু ছবি এখনও রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলোর মধ্যে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’, শাহীন সুমনের ‘কুস্তিগির’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ এবং সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’।

এমআই/আরএমডি/জিকেএস

আরও পড়ুন