ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ডিরেক্টরস গিল্ডে সংস্কার শুরু

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৮ আগস্ট ২০২৪

নানা অসঙ্গতি কাটিয়ে সদস্যদের স্বপ্নের সংগঠন হিসেবে গড়ে তুলতে ডিরেক্টরস গিল্ডে সংস্কার শুরু করেছেন নাট্য পরিচালকেরা। চলমান অচলাবস্থা কাটিয়ে সংস্কারের লক্ষ্যে গতকাল ১৭ আগস্ট ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের কনফারেন্স রুমে সাধারণ সদস্যদের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপস্থিত সদস্যরা বেশ কিছু সিদ্ধান্তের ব্যাপারে একমত হয়েছেন। সেখানে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলো হলো-

১২ সদস্যের সমন্বয়ক টিম গঠিত হয়ছে।
সমন্বয়ক টিম আগামী ৭২ ঘণ্টার মধ্যে সভাপতির সহযোগিতায় সাধারণ সভার ঘোষণা দেবে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে গিল্ডের অফিস কার্যক্রম চালু করার ব্যবস্থা করতে হবে।
উক্ত সময়ের মধ্যে সভাপতি কোনো সহযোগিতা না করলে ২১ আগস্ট অধিকসংখ্যক সদস্যদের অংশগ্রহণে অনাস্থা প্রদানকারী ১৬ জন কার্যনির্বাহী সদস্যদের নিয়ে অফিস কার্যক্রম শুরু করা হবে।
সমম্বয়ক টিম ও ১৬ জন কার্যনির্বাহী সদস্য মিলে আগামী ১৩ সেপ্টেম্বর সাধারণ সভার আয়োজন করবে।

আরও পড়ুন

সভায় উপস্থিত ছিলেন পরিচালক কামরুল হাসান ফুয়াদ। তিনি জাগো নিউজকে বলেন, ‘টিভি নাটকের পরিচালকদের প্রাণের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সদস্যদের নানা উন্নয়নে এটি কাজ করে। কিন্তু সম্প্রতি কিছু লোক নেতৃত্বে আসার পর সংগঠনটি প্রায় স্থবির হয়ে পড়েছে। আমরা তাই উদ্যোগ নিয়েছি এর সংস্কারের। আশা করছি সব সদস্যদের পাশে পাবো। এরইমধ্যে অবশ্য দারুণ সাড়া পেয়েছি।’

ফুয়াদ জানান, ১২ সদস্য নিয়ে সদ্যগঠিত সমন্বয়ক টিমে রয়েছেন মনিরুজ্জামান লিপন, মুসাফির রনি, কামরুল হাসান ফুয়াদ, এহসানুর রহমান, ইমেল হক, সেতু আরিফ, রাফাত মজুমদার রিংকু, ইমরাউল রাফাত, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ, রাসেল আজম, মোস্তফা মনন, মাবরুর রশিদ বান্নাহ।

প্রসঙ্গত, ২০২৩ সালের নির্বাচনে ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন অনন্ত হিরা এবং সাধারণ সম্পাদক হন কামরুজ্জামান সাগর।

এলএ/এমএস

আরও পড়ুন