প্রফেসর ইউনূসের উচিত বাড়িটা ভিজিট করা
দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। অন্য সবার মতো আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে যে ভাঙচুর ও অগ্নিকাণ্ড শুরু হয়েছে, সেই ঘটনায় বাদ যায়নি ঐতিহ্যবাহী ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িটিও। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ইউনূসকে বাড়িটি পরিদর্শনের আহ্বান জানিয়েছেন ফারুকী।
ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়িটি এখন ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’। সেটি পুড়ে যাওয়ায় মর্মাহত হয়েছেন অনেকে। চলচ্চিত্রকার ফারুকী বাড়িটি সংস্কারের আহ্বান জানিয়েছেন। আজ (৭ আগস্ট) বুধবার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম কাজ হবে ৩২ নম্বরের বাড়ির পুনর্বাসনের কাজ শুরু করা। এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের উচিত হবে নিজেই বাড়িটা ভিজিট করা। তিনি এই বাড়ি ভিজিট করলে একটা সিগনিফিকেন্স তৈরি হবে, একটা বার্তা দেবে।’
পাশাপাশি দেশে আরও যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসবও সংস্কারের পরামর্শ দিয়েছেন ফারুকী। সে প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।’ ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, সে প্রসঙ্গে একবাক্যে একটি ইঙ্গিতপূর্ণ প্রত্যাশার কথা জানিয়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে মন্দির থাকবে, মসজিদ থাকবে, প্যাগোডা থাকবে, গির্জা থাকবে, বোরকা থাকবে, জিনস থাকবে। সবকিছুই থাকবে বহুজনের এই সমাজে।’
আওয়ামী সরকারের শাসনব্যবস্থার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ছিলেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সরব কণ্ঠ ছিল তার। ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়ে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে নিজের মত জানিয়েছেন অনুসারীদের। শেখ হাসিনার পদত্যাগের পর নিরাপত্তা পরিস্থিতির অবণতি হতে শুরু করলে ফারুকী ফেসবুকে লেখেন, ‘আপনারা দয়া করে দ্রুত সরকার গঠন করেন। এবং পুলিশ বাহিনীকে (কিছু অপরাধী অফিসার বাদে) কনফিডেন্স দেন, তাদের কাজে নামান দ্রুত! তারা আমাদেরই বাহিনী। মিলিটারি ভাইয়েরা, সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখেন। দেশটা দ্রুত স্বাভাবিক করার দিকে এগিয়ে যাই চলেন।’
আরও পড়ুন
ওই পোস্টে আন্দোলনকারী ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘অ্যান্ড স্যালুট স্টুডেন্টস অ্যান্ড জেনারেল পিপল ফর স্টেপিং ফরওয়ার্ড টু ফিল দ্য ভ্যাকুয়াম। বাট দ্য গভমেন্ট নিডস টু স্টার্ট ফাংকশনিং। নষ্ট করার মতো এক সেকেন্ডও নাই।’
মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তি পায় গত বছর। তাতে প্রথমবারের মতো অভিনয়ও করেন তিনি। ২০১৬ সালের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার ঘটনার ওপর ভিত্তি করে তার বানানো সিনেমা ‘শনিবার বিকেল’ দেশে সেন্সর ছাড়পত্র পায়নি। দীর্ঘ বিরতির পর সনি লিভ নামের একটি বিদেশি ওটিটিতে মুক্তি পায় ছবিটি, যা এ দেশের মানুষের দেখার সুযোগ ছিল না।
আরএমডি