ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গিয়াস উদ্দিন সেলিমের ছবিতে গাইলেন অর্ণব-মমতাজ

প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৭ এপ্রিল ২০১৬

মনপুরা খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মাণাধীন স্বপ্নজাল ছবিতে গাইলেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী অর্ণব এবং মমতাজ। বোঝো কি গাছের ভাষা, শোনো কি হাওয়ার গান, তোমার ভেতরে পাখি, তুমি তার নিশান- এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন সংগীতের এই দুই দিকপাল।

গানটির কথা লিখেছেন আহমেদ হাসান সানি এবং সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন। সম্প্রতি প্রাথমিকভাবে শেষ হয়েছে গানটির রেকর্ডিং। ফোক ঘরানার এই গানটি সকলের কাছে ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আরাফাত মহসীন।

এদিকে, স্বপ্নজাল ছবিতে অভিনয় করছেন ইরেশ রোহান এবং পরীমনি। ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। কিছুদিন পর আবারো ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

এনই/এলএ/বিএ