ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অনন্ত-রাধিকার বিয়ে

অস্কারে নগ্ন সেই জন সিনা পরেছিলেন কুর্তা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১২ জুলাই ২০২৪

সম্পূর্ণ নগ্ন হয়ে অস্কারমঞ্চে হাজির হয়েছিলেন অভিনেতা ও সাবেক রেসলার জন সিনা। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তিনি পরেছেন কুর্তা-পাজামা। তার মতো তারকার গায়ে ভারতীয় সাংস্কৃতিক আবহের পোশাক নজর কেড়েছে বিয়েতে আসা অতিথিদের।

আম্বানি পরিবারের আলোচিত এই বিয়ে ঘিরে মুম্বাই বিমানবন্দর ছিল উৎসবমুখর। একের পর এক তারকা আজ নেমেছেন ওই বিমানবন্দরে। শুক্রবার সকাল থেকে বিয়ের অনুষ্ঠানস্থল জিও কনভেনশনে বসেছিল তারার মেলা। সেখানেই দেখা গেছে সাবেক ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন জন সিনাকে। তিনি পরেছিলেন রুপালি এমব্রয়ডারি করা নীল কুর্তা, সঙ্গে সাদা পাজামা আর পায়ে ছিল বাদামি রঙের জুতা। চলতি বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থিত ডলবি থিয়েটারে বসেছিল ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের আসর। সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার দিতে জন সিনা মঞ্চে আসেন পুরোপরি নগ্ন হয়ে। কেবল গোপনাঙ্গের সামনে ধরে রেখেছিলেন একটি কাগজের টুকরো, যেখানে লেখা, ‘কস্টিউম ডিজাইন’।

বিয়ের অনুষ্ঠানস্থলে গণমাধ্যমের মুখোমুখি হন জন সিনা। শুধু তিনিই নন, অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও তার বর নিক জোনাস, মডেল কিম কারদাশিয়ান, ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, স্যামসংয়ের চেয়ারম্যান জে ওয়াই লি প্রমুখ। ইনস্টাগ্রামে পোস্ট করা কিম কারদাশিয়ানের ছবিতে দেখা গেছে কীভাবে তাকে স্বাগত জানানো হচ্ছে।

অস্কারে নগ্ন সেই জন সিনা পরেছিলেন কুর্তা

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক খবরে জানিয়েছে অনন্ত ও রাধিকার বিয়েতে আমন্ত্রিত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতিথি হিসেবে সেখানে আরও উপস্থিত হওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিস, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, পিটার ডায়মান্ডিস, শিল্পী জেফ কুনস, কোচ জে শেঠি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার প্রমুখের।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন বণিকের মেয়ে রাধিকা বণিকের বিয়ে চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা। পাত্র-পাত্রী দীর্ঘদিনের বন্ধু। আজ শুক্রবার (১২ জুলাই) তাদের মহাবিবাহ অনুষ্ঠানের পর শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং রোববার (১৪ জুলাই) রয়েছে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।

আরএমডি/এএসএম