ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রাখি সাওয়ান্তের ভক্তদের জন্য দুঃসংবাদ!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:২২ পিএম, ১১ জুলাই ২০২৪

বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন।

গত বছরের প্রায় পুরো সময় রাখি তার দ্বিতীয় বিয়ে ও দাম্পত্য কলহ নিয়ে আলোচনায় ছিলেন। শুধু তাই নয়, আদালতে রাখির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে মামলা করেছেন দ্বিতীয় স্বামী আদিল খান দুরানি।

রাখি সাওয়ান্তর এ বছরের মে মাসে জরায়ুতে টিউমার ধরা পড়ে। পরীক্ষা-নীরিক্ষার পর অস্ত্রোপচারও হয়েছে তার। সেই অস্ত্রোপচারের কারণেই নাকি আর কখনো রাখি মা হতে পারবেন না।

রাখি সাওয়ান্তের ভক্তদের জন্য দুসংবাদ!

রাখি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘চিকিৎসক যখন আমাকে প্রথম এ খবরটা জানান, আমি ভেঙে পড়েছিলাম। তবে নিজেকে সামলেও নিয়েছিলাম।’

একটি সূত্রে জানা গেছে, রাখির চিকিৎসা খরচের অনেকটাই বহন করেছেন সালমান খান। এ বিষয়ে রাখির ভাষ্য, ‘আমার চিকিৎসার অনেকটা খরচ সালমান খান দিয়েছেন। সালমান বরাবরই আমার পাশে দাঁড়িয়েছেন। তার মতো মানুষ হয় না।’

রাখি সাওয়ান্তর জরায়ুতে প্রায় ১০ সেন্টিমিটারের একটি টিউমার ধরা পড়েছিল। এ খবর রাখিই দিয়েছিলেন। এ সময় রাখির পাশে দাঁড়ান তার প্রথম স্বামী রীতেশ সিং। চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন।

কিন্তু রাখির এই অসুস্থতাকে নাটক বলে দাবি করেছেন তার দ্বিতীয় স্বামী আদিল। এ প্রসঙ্গে আদিল জানিয়েছিলেন, পুরোটাই রাখির সাজানো ঘটনা। রাখি সম্পূর্ণ সুস্থ-এমনটাও বলেছেন। আদিল যে মামলা করেছেন রাখির নামে, সেগুলো থেকে রক্ষা পেতে অসুস্থতার ভান করছেন তিনি!

এমএমএফ/জিকেএস

আরও পড়ুন