ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

টাইটানিক প্রযোজক মারা গেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৭ জুলাই ২০২৪

 

তুমুল আলোচিত ‘টাইটানিক’ সিনেমার প্রযোজক জন ল্যান্ডিউ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর, জানিয়েছে বিবিসি। তিনি বছরখানেক ধরে ক্যানসারে ভুগছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জন ল্যান্ডিউ কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ও প্রযোজনা করেছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন। হলিউড রিপোর্টারকে তিনি বলেন, একজন মহান মানুষ এবং মহান প্রযোজক আমাদের ছেড়ে গেলেন। জন সিনেমায় স্বপ্নে বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র হচ্ছে মানুষের হাতে সৃষ্টি সেরা শিল্প এবং সেটা বানাতে হলে আগে মানুষ হতে হবে।’ অস্কারজয়ী প্রযোজক জন ল্যান্ডিউ জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার-২’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এ ছাড়া ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ সিনেমাতেও তার অবদান ছিল বেশ প্রশংসনীয়। অ্যাভাটার সিনেমা দুটি ছাড়িয়ে গিয়েছিল টাইটানিকের রেকর্ড। প্রযোজকের মৃত্যুর খবরে অ্যাভাটার তারকা জোয়ি সালদানা সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় লিখেছেন, ‘সত্যিই কঠিন একটা আঘাত পেলাম।’

#AvatarTheWayOfWater producer Jon Landau talks about the long journey for the sci-fi sequel: "Two weeks ago I screened the movie for our principal cast... When I saw them tearing up, I had to tear up." https://t.co/AEWbINermM pic.twitter.com/bwIfCeka4o

— Variety (@Variety) December 13, 2022

প্রয়াত জন ল্যান্ডিউয়ের ছেলে জেমি ল্যান্ডিউ এক বিবৃতিতে জানিয়েছেন, তার বাবা আর পৃথিবীতে নেই। তিনি গত শুক্রবার মারা গেছেন। প্রয়াত জনের বোন টিনা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেন, মেয়েরা যে রকম ভাইয়ের স্বপ্ন দেখে, জন সে রকম একজন ভাই ছিলেন। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে একই সঙ্গে গর্বে ভরে উঠছে যে তিনি ছিলেন একজন অসাধারণ জীবনের অধিকারী। তিনি আমার ভীষণ ভালোবাসতেন।’ জনের মৃতুতে হলিউডের অনেক তারকা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন তারা।

এমএমএফ/আরএমডি/জিকেএস

আরও পড়ুন