ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের পর্দা নামলো

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০১ জুন ২০২৪

শেষ হলো ছয় দিনব্যাপী ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব। শুদ্ধ সংগীত চর্চা ও বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ আয়োজন করে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী দিনের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

নৃত্যাঞ্জলি রাগ কল্যানীতে আদি তালে অর্ধনারীশ্বর- রাগ মালিকার মতো শাস্ত্রীয় নানান ধারা ও ঘরানার সুর ও নৃত্য পরিবেশিত হয়েছে ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের সমাপনী পরিবেশনায়।

গত ২৬ মে শুরু হয় ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব। উৎসব ২৯ মে পর্যন্ত চলার কথা ছিল। তবে সময় আরও দুদিন বাড়ানো হয়।

শাস্ত্রীয় অনুষ্ঠানে শুরুতেই পরিবেশিত হয় সমবেত শাস্ত্রীয় সংগীত ‘খেয়াল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শাস্ত্রীয় সংগীত কোর্সের প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সংগীত পরিচালনা করেন ইমামুর রশিদ। পরিবেশিত হয় রাগ- ভূপালী বা ভোপ, ঠাট-কল্যাণ।

এরপর পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘মনিপুরি লৈমা’। একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস, সিলেটের পরিবেশনায় নৃত্য নির্দেশক ছিলেন শান্তনা দেবী। লৈমা জাগোয় বা নৃত্য লাই হারাউবার একটি অংশ বিশেষ। আদিকাল থেকেই মনিপুরীরা সানামাহিজমের দেবদেবীদের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে এই নৃত্য পরিবেশন করে আসছে।

আরও পড়ুন

এরপর হাজার বছরের পুরোনো বাংলার ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্য গৌড়ীয় নৃত্য। গৌড়ীয় নৃত্য মার্গের দ্বিতীয় পর্যায়ের নৃত্য আলাপচারী। আলাপ অর্থ রাগ, চারী অর্থ চলন। পরিবেশিত হয় দেশ রাগের আলাপচারী। নৃত্য নির্মিতি- ড. মহুয়া মুখোপাধ্যায়, নৃত্য পরিচালনায় র‍্যাচেল প্যারিস এবং সংগীতে অমিতাভ মুখোপাধ্যায়।

একক সংগীত ধ্রুপদ- রাগ ভূপালী পরিবেশন করেন ইমামুর রশিদ। পাখোয়াজ- মো. রাশেদুল হাছান জীবন এবং তানপুরা- আবিদা সেতু এবং মোহনা। এরপর পরিবেশিত হয় শাস্ত্রীয় নৃত্য ‘কথক’। শুদ্ধ নৃত্য- ত্রিতাল পরিবেশন করেন দীপা সরকার। এরপর একক সংগীত রাগ: মারুবিহাগ, ঠাট: কল্যাণ, পরিবেশন করেন আফরোজা আক্তার রুপা।

সমবেত নৃত্য ‘মনিপুরি’ পরিবেশন করে নৃত্যদল ভাবনা। প্রবন্ধনর্ত্তন-প্রবন্ধ শব্দের আক্ষরিক অর্থ প্রকৃষ্ট বন্ধ বা সুন্দর রচনা। প্রবন্ধ গীতে ছয়টি গুরুত্বপূর্ণ অঙ্গ থাকে যেমন- পদ বা কবিতা, স্বর বা নির্দিষ্ট সুরে বাধা সংগীতের সাতটি স্বর, বিরুদ বা কবির নাম ও গুণাদির বর্ণনা, তেনক বা মঙ্গলবাচক শব্দ যেমন ‘ওম’, পাট বা মৃদঙ্গাদির বোল এবং সব শেষে তাল বা সময় নিরূপক। এখানে পদ বা কবিতায় শ্রীকৃষ্ণের সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে যা মনিপুরী নৃত্যের লাস্য ও তাণ্ডব দুই আঙ্গিকেই দেখানো হয়েছে।

সমবেত নৃত্য ভরতনাট্যম পরিবেশনা করেন কল্পতরু। কল্পতরু পরিবেশন করে রাগমালিকা এবং তাল মিশ্র চাপু, রাগ মালিকা। বিষয় ভগবান কার্তিকের গুণকীর্তন। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দল পরিবেশন করে রাগ-ইমন, সংগীত পরিচালনায় ছিলেন ড. শেখর মন্ডল।

এমআই/ইএ