ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে বাধা নেই ডিপজলের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৭ মে ২০২৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে বাধা নেই মনোয়ার হোসেন ডিপজলের।

তার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

সোমবার (২৭ মে) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আজ ডিপজলের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. ইউসুফ হোসেন হুমায়ুন, জয়নুল আবেদীন ও এম. সাঈদ আহমেদ রাজা। আর নিপুণের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার হারুনর রশিদ ও আইনজীবী পলাশ চন্দ্র রায়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন ডিপজল।

এর আগে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। হাইকোর্টের জারি করা এ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ডিপজল।

অনিয়মের অভিযোগ তুলে সমিতির নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে ১৪ মে রিট করা হয়। রিট করেন সমিতির সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার।

ওইদিন আইনজীবী শাহ মুঞ্জুরুল হক জানান, হাইকোর্ট শিল্পী সমিতির নির্বাচন নিয়ে রুল জারি করেন। এছাড়া ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) কর্তৃপক্ষকে অনুসন্ধান করতে নির্দেশ দেন। পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে ডিপজলকে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর আগে সমিতির গত মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা নিপুণ এবারের নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তোলেন। এই অভিযোগে তিনি নির্বাচনী আপিল বোর্ডের কাছে আবেদন করেছিলেন। কিন্তু আপিল বোর্ড ব্যবস্থা না নেওয়ায় তিনি রিট করেন।

এফএইচ/এসএনআর/এএসএম