ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পহেলা বৈশাখ

এ উৎসব কোনো ধর্মের নয়, সবার: ফাহমিদা নবী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৪

বাংলা গানের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী লেখালেখিও করেন বেশ। তাকে লেখক ও কবি বললেও অত্যুক্তি হবে না। সেই সঙ্গে তাকে ভালো বক্তা বলা যেতে পারে তাকে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি মনোমুগ্ধকর বক্তব্য রাখেন। ফাহমিদা যে দারুণ লেখেন তা তার সোশ্যাল মিডিয়ায় চোখ বুলালেই লক্ষ্য করা যাবে।

ফাহমিদা নবী অসাধারণ কবিতা লেখেন, সেই সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপর কলম ধরেন। তুলে ধরেন তার অকপট মন্তব্য। সেব ছড়িয়ে দেন তার ভক্তদের মাঝে। এবারের নববর্ষ নিয়েও তিনি তার মনের গহিনে লুকিয়ে থাকা কথা প্রকাশ করেছেন সোশ্যাল হ্যান্ডেলে।

আরও পড়ুন:

সংগীতশিল্পী ফাহমিদা নবী তার অগণিত ভক্ত-অনুসারীদের বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তার ফেসবুকে লেখেন, ‘শুভ নববর্ষ, আপনাদের জন্য রইল, পহেলা বৈশাখের একগুচ্ছ শুভেচ্ছা। এই উৎসব কোনো ধর্মের নয়- এ উৎসব সমগ্র বাঙালি জাতির। ১৪৩১ বছরটা আনন্দময় হোক। সবাই পরিবার-পরিজন নিয়ে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।’

এই স্ট্যাটাসের সূত্র ধরে ফাহমিদা নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘আমরা বাঙালি, আমাদের তো আলদা একটা কালচার-সংস্কৃতি রয়েছে। যা পৃথিবীর সবার থেকে আলাদা। এই সংস্কৃতি আমরা সবাই গভীরভাবে লালন করি। আমরা কেউ শাড়ি পরি, কেউ সালোয়ার কামিজ পরি। এগুলো আমাদের নিজস্ব পোশাক। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাদের সংস্কৃতির নতুন বছর উদযাপন মানে পহেলা বৈশাখকে পালন করি।’

তিনি আরও বলেন, ‘নতুন বছরকে ঘিরে একটা আলাদা ব্যাপারও আছে। সেটা হচ্ছে- এ দিনটিকে উপলক্ষ করে তাঁতীরা শাড়ি বোনে, অন্যান্যরা চুড়ি, খেলনাপুতুলসহ মাটির কত কিছু তৈরি। এগুলো তারা বৈশাখী মেলায় বিক্রি করে। এ দিনটির সঙ্গে বাণিজ্যেরও একটি ব্যাপার জড়িয়ে আছে। এই পহেলা বৈশাখের দিনে দেশ, দেশপ্রেম, দেশীয় সংস্কৃতির সব কিছু তুলে ধরা হয়। তাই আমি বলব আমাদের বাঙলি জীবনে পহেলা বৈশাখের গুরুত্ব ও তাৎপর্য অনেক।’

এমএমএফ/এএসএম

আরও পড়ুন