ন্যান্সির দুষ্টু ছেলে
দীর্ঘ বিরতির পর ফের একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন ন্যান্সি। অ্যালবামের নাম রেখেছেন ‘দুষ্টু ছেলে’। এটি তার আট বছরের ক্যারিয়ারে তৃতীয় একক।
এই ঈদে ‘দুষ্টু ছেলে’র মুক্তি নিয়ে খানিক দ্বিধা থাকলেও সেটি কেটে গেছে এরই মধ্যে। সিদ্ধান্ত হয়েছে ২৫শে জুলাই অ্যালবামটি মুক্তি পাচ্ছে। তবে সেটা ডিজিটালি। ন্যান্সি জানান, ২৫শে জুলাই থেকে তার অ্যালবামটি ডিজিটালি মুক্তি পাচ্ছে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন ও রবিতে। দুটো অপারেটরের আগ্রহী শ্রোতারা ৩৩৩৩ নম্বরে ডায়াল করে ন্যান্সির নতুন গানগুলো শুনতে পারবেন। এই বিষয়ে গেল ১৭ জুলাই একটি চুক্তি স্বাক্ষর হয় সংশ্লিষ্টদের সঙ্গে।
এদিকে এই ঈদে ‘দুষ্টু ছেলে’ ডিজিটালি প্রকাশ পেলেও আসছে কোরবানির ঈদে এটি প্রকাশ পাচ্ছে ফিজিক্যালি। ন্যান্সি বলেন, আমার ক্যারিয়ারে এটাই প্রথম কোন অ্যালবাম, যেটিকে আমি আমার সন্তানের মতো তিল তিল করে গড়েছি। একক তত্ত্বাবধানে গানের কথা থেকে শুরু করে মিক্স-মাস্টারিংটাও করিয়েছি। চেষ্টা করেছি নিজের কিছু ভাললাগার গান করতে। আশা করছি শ্রোতাদের ভাল লাগবে।
ন্যান্সি আরও বলেন, আমি আসলে ভাগ্যবান। কারণ, ‘দুষ্টু ছেলে’ দিয়ে আমি পর পর দুটো ঈদ কাভার করতে পারছি। এবার ডিজিটালি। সামনের ঈদে ফিজিক্যালি। জানা যায়, ‘দুষ্টু ছেলে’তে গান থাকছে মোট আটটি। এগুলোর শিরোনাম হলো ‘স্বপ্ন ডানা’, ‘বনমালী’, ‘ভুল মানুষ’, ‘দুষ্টু ছেলে’, ‘নেকড়ের গর্জন’, ‘মেঘের উল্লাস’, ‘নির্ঘুম রাত’ এবং নজরুলসংগীত ‘তোমার আকাশে উঠেছিনু চাঁদ’।
অ্যালবামটির নতুন ধারার সংগীতায়োজন প্রসঙ্গে ন্যান্সি বলেন, এবারের গানে শ্রোতারা আমাকে নতুন করে আবিষ্কার করবেন। কণ্ঠ এবং সংগীতায়োজন দুটোতেই। পুরো অ্যালবামে আমরা চারটি যন্ত্র ব্যবহার করেছি। এগুলো হলো কিবোর্ড (নিয়ামুল হাসান পুটু), বেজ গিটার (আবু নোমান সজিব), লিড গিটার (সাকিলুর রহমান প্রিন্স) ও ড্রামস (আহমেদ সায়েদ)। এখানে কোন সংগৃহীত সংগীত ব্যবহার করিনি, সবই বাজিয়ে তৈরি করা। বলতে পারেন সময়ের বিপরীতে এটা আমার একটা চ্যালেঞ্জ। হারজিত তো থাকবেই। দেখা যাক কি হয়।
এদিকে ‘দুষ্টু ছেলে’ অ্যালবামে মৌলিক গানের পাশাপাশি এবারই প্রথম কোন অ্যালবামে নজরুলের গান করলেন ন্যান্সি।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি তো মূলত নজরুলসংগীতেরই মানুষ। বরং ভুল করে এখন আধুনিক গানে চলে এসেছি। তাছাড়া অনেকেই অনেকদিন ধরে আমাকে নজরুলগীতির জন্য অনুরোধ করে আসছিলেন। সব মিলিয়ে গাওবার চেষ্টা করলাম একটা গান। ইচ্ছে আছে নজরুলের পুরো একটি অ্যালবাম করার। তার আগে ‘দুষ্টু ছেলে’র পজিটিভ ফলাফলটা খুব প্রয়োজন। উল্লেখ্য, হাবিবের সুর-সংগীতে ন্যান্সির সর্বশেষ একক ‘রঙ’ প্রকাশ পায় বছর দুই আগে।