ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন নাসরিন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৪ মার্চ ২০২৪

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১৯ এপ্রিল। সেটা পিছিয়ে ২৭ এপ্রিল করা হয়েছে। এ মধ্য জানা গেছে, ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

যাদের একটি মিশা সওদাগর- ডিপজল প্যানেল, অন্যটি নিপুণ আক্তার প্যানেল। এর বাইরে এবারের নির্বাচেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী নাসরিন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে আলাপকালে এ কথা জানান নাসরিন নিজেই।

আরও পড়ুন

নাসরিন বলেন, ‘আমি স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে আমি থাকতে চাই। আমি নির্বাচনে জয়ের ব্যাপারে অনেক আশাবাদী। এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে জয়লাভ করেছি। ’

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগের প্রধান হিসেবে থাকবেন শামসুল আলম। তিন সদস্যের এই বোর্ডে আরও রয়েছেন ক্যামেরাম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।

এমআই/এমএস