আজ দুপুরে সাদি মহম্মদের জানাজা
রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের জানাজার নামাজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিকে সাদি মহম্মদের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধানমন্ডিতে নেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়।
সাদি মহম্মদের পরিবার সূত্রে জানা যায়, ১৪ মার্চ মোহাম্মদপুর জামে মসজিদে জানাজা শেষে মসজিদ কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন
প্রখ্যাত এ শিল্পী বুধবার সন্ধ্যার দিকে মারা যান। বাসার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
সাদি মহম্মদ একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সুরকার হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বেশকিছু সিনেমায় ও নাটকে গান করেছেন।
এমএমএফ