ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আবারো ঢাকায় আসছেন আতিফ আসলাম

প্রকাশিত: ০৭:০১ এএম, ১১ এপ্রিল ২০১৬

আবারো গানে গানে বাংলাদেশি শ্রোতাদের মুগ্ধ করতে ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আগামী ২২ এপ্রিল ঢাকায় পা রাখবেন পাকিস্তানি এই গায়ক।

এটিএন বাংলার অঙ্গ প্রতিষ্ঠান এটিএন এন্টারটেইনমেন্ট লি.-এর আয়োজনে ওইদিন রাজধানীর বসুন্ধরার নবরাত্রী হলে অনুষ্ঠিত কনসার্টে গাইবেন তিনি। সেদিন আতিফের সঙ্গে আরো গান করবেন বলিউডের জনপ্রিয় শিল্পী আকৃতি কাক্কর ও  মমতা শর্মা। গানের পাশাপাশি কনসার্টে নাচ পরিবেশন করবে ভারতের নৃত্যশিল্পীরা।

এই বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এটিএন এন্টারটেইনমেন্ট লি.।

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘ও লামহে’ চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে বলিউডে অভিষেক করেন আতিফ আসলাম। এরপর কলিযুগ, বাস এক পল, রেস, কিসমত কানেকশন, আজব প্রেম কি গজব কাহানি এবং সর্বশেষ প্রিন্স প্রভৃতি চলচ্চিত্রের প্লেব্যাকে কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছেন আতিফ।

এলএ/আরআইপি