ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ওটিটিতে দেখা যাবে ‘দ্য কেরালা স্টোরি’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

গত বছর ৫ মে মুক্তি পেয়েছিল সুদীপ্ত সেন নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’। এ সিনেমায় অদাহ শর্মার অভিনয় চলচ্চিত্রপ্রেমীদের নজর কেড়েছিল। এ সিনেমা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। সেই সঙ্গে বিভিন্ন ধরনের বিতর্কের ঝড়ও উঠেছিল।

কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিপুল আয় করেছিল এ সিনেমা। এবার ওটিটি দুনিয়ায় মুক্তি পেতে চলেছে ‘দ্য কেরালা স্টোরি’। ১৬ ফেব্রুয়ারি থেকেই ওটিটিতে দেখা যাবে এ সিনেমা।

গত বছরই ‘দ্য কেরালা স্টোরি’ প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ এ সিনেমার ওটিটিতে মুক্তি প্রসঙ্গে জানিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘দ্য কেরালা স্টোরি ভীষণই স্পেশাল একটি সিনেমা। ইন্ডাস্ট্রির একাধিক প্রথা ভেঙেছে এ সিনেমা। ফলে যে পর্যন্ত ওটিটি রিলিজের প্রসঙ্গে আসছে, আমরা সাধারণের বাইরে কিছু করতে চাইছি। তাই খালি আরও খানিকটা সময় দিন, আমরা আপনাদের অবাক করা খবর দিতে পারব, এরকমটাই মনে হচ্ছে আমাদের।’

এবার সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। জানা গেছে, আসছে ১৬ ফেব্রুয়ারি থেকেই জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অদাহ শর্মা অভিনীত এ সিনেমা।

ইনস্টাগ্রামে অদাহ শর্মা নিজে একটি পোস্টে জানিয়েছেন, ‘অবশেষে! সারপ্রাইজ! জি ফাইভে আসছে বহু প্রতীক্ষিত এ সিনেমা। ১৬ ফেব্রুয়ারি থেকে জি ফাইভে দেখা যাবে দ্য কেরালা স্টোরি!’ ওটিটিতে সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্মাতা সুদীপ্ত সেন বলেন, ‘এমন একটি সংবেদনশীল বিষয়কে ঘিরে সিনেমা তৈরি করা খুব একটা সহজ কাজ নয়।’

তিনি আরও জানান, ‘আমরা নিজে থেকেই এ চ্যালেঞ্জ নিয়েছি বলা চলে। যদিও প্রত্যেক সিনেমা নির্মাতাই নিজের কাজের বিষয়ে একটা আশ্বাস চায়, একটা নিশ্চয়তা চায় আর দ্য কেরালা স্টোরির বক্স অফিস সেই নিশ্চয়তা আমাকে দিয়েছে।’

এমএমএফ/জিকেএস