ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মাকে নিয়ে মনোনয়নপত্র কিনতে এসেছেন ঊর্মিলা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

মাকে নিয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কিনতে এসেছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও সরব।

আজ (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঊমিলার সঙ্গে তার মাকে দেখা যায়। এ সময় তিনি জাগো নিউজকে বলেন, আশা করছি এবার আমার দল আমাকে মনোয়নয়ন দেবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঊর্মিলা শ্রাবন্তী কর বিগত একযুগ ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ঊর্মিলা শ্রাবন্তী কর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অনন্ত কর ও মা মিসেস তৃপ্তী কর। তিনি দুইবোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট। অন্যরা হলেন, তন্নি অদিতি কর ও ক্যাপ্টেন অনন্য চন্দ্রশেখর কর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন শাস্ত্রে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। বর্তমানে তিনি নাটক ও টেলিছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআই/এমএমএফ/জেআইএম

বিজ্ঞাপন