শেষ প্রহর নয়, ছিটমহল
ভারত ও বাংলাদেশের ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনযাপনের টানাপোড়েন নিয়ে এইচ আর হাবিব `শেষ প্রহর` নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। ছবিতে অভিনয় করছেন শিমুল খান, মৌসুমি হামিদ, পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, উজ্জল কবির হিমু, মিরাক্কেল সজল এবং ডনসহ আরো অনেকে। কিন্তু গল্পের প্রযোজনে ছবিটির নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে `ছিটমহল`।
এ প্রসঙ্গে অভিনেতা শিমুল খান বলেন, `শেষ প্রহর` ছবির নাম পরিবর্তন করার বিষয়টি অনেকদিন ধরেই ভাবা হচ্ছিল। অবশেষে পরিচালক হাবিব ভাই আজ পরিচালক সমিতি থেকে এক স্বাক্ষরের মাধ্যমে নাম পরিবর্তনের অনুমতি পেয়েছেন।`
শিমুল খান আরো বলেন, `এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে এর কাহিনি আবর্তিত হয়েছে। আগামীকাল `ছিটমহল’ ছবির শেষ লটের শুটিং-এর জন্য বিক্রমপুরের শ্রীনগরের বাড়ৈ খালী ইউনিয়নের শিবরামপুরে যাচ্ছি। সেখানে টানা ৩ দিন চিত্রগ্রহণের মাধ্যমে শেষ করা হবে। এর আগে পঞ্চগড় এবং রাজবাড়ী জেলার বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যাধারণ করা হয়।`
এদিকে ছিটমহল` ছবির অভিনেত্রী মৌসুমি হামিদ শেষ লটে তিনি শিডিউল মেলাতে না পারায় তাকে ছাড়াই ছবির নির্মাতা গল্পে কিছুটা পরিবর্তন এনে বাকি অংশের শুটিংয়ে যাচ্ছেন। নির্মাতা আশা প্রকাশ করে জানান, চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়া হবে।
এনই/এইচএন/আরআইপি