ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জয়ার চেয়ে এগিয়ে মাহি!

প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৭ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল ৮ এপ্রিল সারাদেশে মুক্তি পাচ্ছে বিগ বাজেটের দুই ছবি। একটি জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ এবং অন্যটি সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’।

‘অনেক দামে কেনা’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, বাপ্পী, ডিপজল প্রমুখ এবং ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন, মৌসুমি হামিদ, ওমর সানি প্রমুখ।   

‘অনেক দামে কেনা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, আগামীকাল সারাদেশের মাহির ‘অনেক দামে কেনা’ ছবিটি ৯০টি হলে মুক্তি পাবে। অন্যদিকে, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল মুভিজ জানিয়েছে, জয়ার ছবিটি মুক্তি পাবে ৫০টি হলে। তবে এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বলছে হয়তো আজ রাতের মধ্যে হল সংখ্যা আরো কিছু বাড়তে পারে।

ছবি মুক্তির আগেই মাহি ও জয়ার মধ্যে স্নায়বিক যে লড়াইয়ের আঁচ করছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা সেই লড়াইয়ে আপাতত এগিয়ে থাকলেন মাহি। প্রায় ৪০টি হল বেশি ভাগে পেয়েছেন তিনি। তবে ব্যবসায়িক সাফল্যের দৌঁড়েও জয়াকে মাহি পিছনে ফেলতে পারেন কি না সেটাই দেখার বিষয়।

এদিকে বড় বাজেট, স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান, দর্শক নন্দিত নির্মাতা, হাই ভোল্টেজ তারকাদের ছবি বলেই হয়তো মুক্তির আগেই ছবি দু’টি নিয়ে দর্শকমহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা দাবি করছেন, এই ছবি দু’টির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অনেকটা ঘুরে দাড়াতেও পারে!

এদিকে ‘অনেক দামে কেনা’ ছবির চমক হলেন ডিপজল। এই ছবি দিয়েই দীর্ঘদিন পর আবারো রুপালি পর্দা কাঁপাতে আসছেন ঢাকাই চলচ্চিত্রের ডেঞ্জারম্যান খ্যাত এই অভিনেতা। একইসঙ্গে ‘অগ্নিকন্যা’ খ্যাত ও হালের শীর্ষ চিত্রনায়িকা মাহিয়া মাহিও জাজের ব্যানারে রূপালি পর্দায় আসছেন অনেকদিন পর। তাছাড়া এটি জাজের ব্যানার থেকে মাহির করা শেষ ছবিও হতে যাচ্ছে। তাই জাজ ও মাহি ভক্তরা ছবিটি দেখতে মিস করবেন না সেটা বুঝাই যায়।

অন্যদিকে, ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি`র সিক্যুয়েলটিতে বড় চমক হিসেবে থাকছেন ণ্ঠশিল্পী আসিফ আকবর, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং সংবাদ ব্যক্তিত্ব জ.ই.মামুন। এই ছবি দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করলেন তার।

ছবির জন্য কবির বকুলের লেখা ৬টি গানের ৫টির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গেয়েছেন কুমার বিশ্বজিৎ, চন্দন সিনহা, আসিফ আকবর, কণা, তাসিফ, খেয়া, সায়মন। ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

এনই/এলএ/আরআইপি

আরও পড়ুন