ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মৌসুমী হামিদকে নিয়ে রাসেল মিয়ার ‘হেলপারের প্রেম’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩

অনেক সফল নাটকের নির্মাতা ফরিদুল হাসান এবার ভিন্ন ধারার একক নাটক নির্মাণ করলেন। এর নাম ‘হেলপারের প্রেম’।

এ নাটেকর গল্পে দেখা যবে, বাসচালক কচি খন্দকার ওই বাসেরই হেলপার রাসেল মিয়া, নিয়মিত যাত্রী গার্মেন্টস কর্মী মৌসুমী হামিদ। একই স্টেশনে মৌসুমী হামিদকে বাসে তুলতে গিয়েই যাত্রীসহ ওস্তাদের গালি খেতে হয়। রাসেল মিয়াকে তারপরেও নাছোরবান্দার মতো ভালোবাসার মানুষটিকে গাড়িতে তুলতেই সব কিছু মাথা পেতে নেন।

আরও পড়ুন: শেখ মণি হয়ে আসছেন রওনক 

যাত্রীসহ ওস্তাদের কাছে নানান ধরনের কৌশল অবলম্বন করে ভালোবাসার মানুষটিকে বাসে তুলেই গাড়ি স্টেশন থেকে ছাড়েন হেলপার। বিড়ি, সিগারেট নেশার আড়ালেও হেলপারের দারুণ প্রেমের আকুতি উঠে এসেছে গল্পে।

আরও পড়ুন: ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর: চঞ্চল চৌধুরী 

এ প্রসঙ্গে রাসেল মিয়া বলেন, গুণী নির্মাতা ফরিদুল হাসানের হেলপারের প্রেম এই নাটকে দর্শক আলাদা টেস্ট পাবেন এবং শেষ দৃশ্যে চরমভাবে মন খারাপ করবেন এর বেশি আপাতত গণমাধ্যমকে বলতে চাই না; তবে সব মিলিয়ে শুধু এতটুকুই বলব দর্শক গল্পের পরিবর্তন পাবেন।

নাটকটি নতুন বছরে বেসরকারি টেলিভিশনে প্রচার হওয়ার পর ‘ব্যাক টু রোড’ ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। নাটকটি লিখেছেন হুমায়ুন কবির।

এমআই/এমএমএফ/জিকেএস

আরও পড়ুন