ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

করোনায় মারা গেলেন দক্ষিণী তারকা বিজয়কান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

চলে গেলেন দক্ষিণী সিনেমার খ্যাতিমান অভিনেতা বিজয়কান্ত। মুত্যকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। আজ (২৮ ডিসেম্বর) সকালে তিনি মারা যান। তিনি রাজনীতির মাঠেও সফলতা লাভ করেছিলেন।

ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সংবাদে জানা গেছে, বিজয়কান্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার চিকিৎসাও চলছিল। পরে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন অভিনেতা।

আরও পড়ুন: যেসব তারকা হারিয়েছে শোবিজ 

ফলে শারীরিক অবস্থার আরও অবনতি হয় বিজয়কান্তের। ‘ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম’-এ রাখা হয়েছিল তাকে। অবশেষে বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান এ অভিনেতা।

অনুরাগীদের কাছে বিজয়কান্ত পরিচিত ছিলেন ‘ক্যাপ্টেন’ নামে। এর আগে গত নভেম্বরেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে সে যাত্রায় তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

১৪ দিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। কিন্তু এবার কোভিড আর নিউমোনিয়ার কাছে হেরে গেল তার প্রাণশক্তি। বিজয়কান্তের প্রবল জনপ্রিয়তা ছিল।

আরও পড়ুন: অস্কারজয়ী ‘প্যারাসাইট’ অভিনেতার রহস্যজনক মৃত্যু 

শুধু সিনেমার দুনিয়ায় নয়। রাজনীতিতেও বেশ উজ্জ্বল ক্যারিয়ার ছিল বিজয়কান্তের। ২০১১ সালে এডিএমকে নেত্রী জয়ললিতার হাত ধরে ২৯টি আসন জেতে বিজয়কান্তের ‘ডিএমডিকে’। এরপরে জয়ললিতার সঙ্গে জোট ভাঙায় বিধানসভার বিরোধী দলনেতা হন এ অভিনেতা।

এমএমএফ/জিকেএস

আরও পড়ুন