ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভারতে ওটিডিএমসির নৃত্যশিল্পীদের পরিবেশনা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:১১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

ভারতের ভুবেনেশ্বরে অনুষ্ঠিত ‘বিশ্ব ওড়িশী উৎসব-২০২৩’- নৃত্য পরিবেশন করে প্রশংসিত হয়েছেন চট্টগ্রামের ওটিডিএমসির নৃত্যশিল্পীরা। এ উৎসবে নৃত্য বাংলাদেশের একমাত্র ওড়িশী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’।

গত ২১ ডিসেম্বর ভারতের ভুবেনেশ্বরে গুরু কেলুচরণ মহাপাত্র রিসার্চ ইন্সটিটিউটে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের প্রায় ১০০ শিল্পী ও দল এ উৎসবে যোগদান করে। অনুষ্ঠানের পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক শ্যামাহারী চক্র মহোদয়ের আমন্ত্রণে ‘ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’- চট্টগ্রাম বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

jagonews24

আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে সাধুমেলা অনুষ্ঠিত 

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রমা অবন্তী, নিবিড় দাশ গুপ্তা, তূষি ভট্টাচার্য, ময়ূখ সরকার, মৈত্রী চক্রবর্তী, দিয়া দাশ গুপ্তা ও অর্জিতা সেন চৌধুরী। এছাড়াও ‘ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’ থেকে ময়ূখ সরকার একক ওড়িশী নৃত্য পরিবেশন করেন-লীলা নিধি নৃত্যে।

jagonews24

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওড়িশী নৃত্য গুরু, প্রমা অবন্তীর নৃত্য গুরু- গুরু পৌষালী মুখার্জী, ওড়িশী নৃত্যের প্রবাদপ্রতিম নৃত্যশিল্পী, গুরু কেলুচরণ মহাপাত্রের পুত্রবধূ নৃত্যশিল্পী বিদূষী সুজাতা মহাপাত্রসহ অন্যান্যরা।

এমএমএফ/জিকেএস

আরও পড়ুন