ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মা-ছেলের কণ্ঠে দেশের গান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে সালমা কিবরিয়া ও তার ছেলে শাদমান মাহতাব কিবরিয়ার কণ্ঠে দেশের গান। ‘কত বীরগাঁথা হয়েছে রচনা দিয়েছে অমর প্রাণ তাদের স্মৃতি চির অম্লান অনন্ত অম্লান’ কথার গানটি লিখেছেন ও সুর করেছেন শিশুসাহিত্যিক সালমা কিবরিয়া।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা কিবরিয়া ও শাদমান মাহতাব কিবরিয়া। বিজয় দিবস উপলক্ষে গানটি সালমা কিবরিয়ার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল কিবরিয়া এস মাহতাব (Kibria s.mahtab) অফিসিয়ালে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: এন আই বুলবুলের কথায় রেহান রাসুলের ২ গান 

গানটি প্রসঙ্গে সালমা কিরবিয়া বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান বিজয়। সেই শহীদদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা জানার জন্য গানটি লিখেছি। বিশেষ করে আমার ছেলে শাদমান মাহতাব কিবরিয়ার অনুপ্রেরণায়। নিজে সুর করে মা ছেলে কণ্ঠ দিয়েছি। এ গানটির মাধ্যমে শহীদদের স্মরণ করে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছি।’

শাদমান মাহতাব কিবরিয়া বলেন, ‘এই গানের ভেতরে দেশের কথা, প্রকৃতির কথা, ঋতুর কথা উল্লেখ্য করে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভারে স্মরণ করার জন্য গানটি মায়ের সাথে কণ্ঠ দিয়েছি। মায়ের সাথে আরও অনেক গান করেছি। তবে এ গানটি গেছে বিজয়ের যে আনন্দ সেটা অনুভব করেছি।’

তিনি আরও বলেন, ‘গানটির সংগীত পরিচালনায় ছিলেন তাদের শ্রদ্ধেয় সংগীত শিক্ষক তাপস ইকবাল। এবং তাবলায় ছিলেন রবিউল হাসান রবীন। আশা করি গানটির কথা ও সুর বীর মুক্তিযোদ্ধা ও জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র নব রূপে উপস্থাপন করবে।’

এমএমএফ/জিকেএস

আরও পড়ুন