ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাকিবের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু, সঙ্গে মার্কিন নায়িকা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:১১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩

ফিতা কেটে আজ (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করেছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান। তার সঙ্গে শুটিংয়ে অংশ নিচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

আরও পড়ুন: শাকিবের ‘রাজকুমার’ সিনেমার মার্কিন নায়িকা ঢাকায়

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জাগো নিউজকে বিষয়টি জানান সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। এ প্রসঙ্গে ‘প্রিয়তমা’ খ্যাত এ পরিচালক বলেন, ঢাকায় চারদিন শুটিং করব। তারপর ১২ দিন শুটিং হবে পাবনায়। এরপর সামনের বছর শুটিং করব আমেরিকায়।

আরও পড়ুন: শাকিবের নতুন সিনেমার নাম ঘোষণা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, ‘রাজকুমার’ সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে।

এদিকে হলিউডে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী কোর্টনি কফি। সেসবের মধ্যে রয়েছে ‘ডোমিনোস’, ‘রিভেঞ্জিং অ্যাঞ্জেলস কাল দ্য হার্ড’, ‘দ্য স্টর্ম’ সিনেমাগুলো। সিনেমাগুলো ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করবেন তিনি।

বিজ্ঞাপন

এমআই/এমএমএফ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন