ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

১৫ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিৎ-মিমের ‘মানুষ’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫১ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার নির্মাণ করেছেন কলকাতার একটি সিনেমা। এর নাম ‘মানুষ’। কলকাতার সুপার স্টার জিৎ অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন।

২৪ নভেম্বর কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ‘মানুষ’ সিনেমায় জিতের বিপরীতে আছেন সুস্মিতা চ্যাটার্জি। এ ছাড়াও আছেন টালিউডের জীতু কমলসহ আরও অনেকে।

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে তখন মন্ত্রণালয়ের অনুমতি পায়নি।

আরও পড়ুন: মিমের রূপ দেখেই জিৎ বললেন মাশাআল্লাহ

অবশেষে মিলেছে অনুমতি, তবে এবার জাজ মাল্টিমিডিয়া নয়, অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের হাত ধরেই ‘মানুষ’ আসছে বাংলাদেশে।

আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন। আশা করছি, ভালো সাড়াও পাব। এ সিনেমায় আমি মানুষের গল্পই বলতে চেয়েছি। তো আমার কাছে মনে হয়, যেহেতু আমি এই দেশের মানুষ, এখানকার প্রেক্ষাপটেই গল্পটা চিন্তা করেছি; সুতরাং দেশের দর্শক সিনেমাটি বেশি উপভোগ করবে।’

‘মানুষ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে সঞ্জয়ের।

এমআই/এমএমএফ/জেআইএম

আরও পড়ুন