রফিকুন নবীর জন্মদিনে গাইবে জলের গান
দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের সৃষ্টিশীল একটি নাম রফিকুন নবী। সবার কাছে তিনি ‘রনবী’ নামে অধিক পরিচিত। একুশে পদকজয়ী এ বরেণ্য শিল্পীর ৮০তম জন্মবার্ষিকী ও ৮১তম জন্মদিন আজ (২৮ নভেম্বর)।
এ উপলক্ষে আজ (২৮ নভেম্বর) দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন চলছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় গান শোনাবে বাংলাদেশের জনপ্রিয় গানের দল ‘জলের গান’ ছাড়াও নাচ ও কবিতার সমন্বিত সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন হবে। এর পাশাপাশি আয়োজনে রং ছড়াবে শিল্পীর আঁকা প্রায় কয়েক সহস্রাধিক কার্টুন, প্রচ্ছদ ও পোস্টার প্রদর্শনী।
আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন ডলি সায়ন্তনী
তার অনবদ্য সৃষ্টির মাঝে রয়েছে ছিন্নমূল পথশিশুদের জীবন যাতনার প্রতিচ্ছবি টোকাই শিরোনামের কার্টুন। রফিকুন নবীর জন্ম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৯৪৩ সালের ২৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। শিল্পী শৈশব-কৈশোরের কেটেছে পুরান ঢাকায়।
শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত তৎকালীন ‘ইস্ট পাকিস্তান কলেজ অব আর্ট’-এ (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) ভর্তি হন ১৯৫৯ সালে। স্নাতক ডিগ্রি নেন ১৯৬৪ সালে। ছাত্রজীবন থেকেই সংবাদপত্রে লেখা ও অলঙ্করণের কাজে যুক্ত ছিলেন।
এমআই/এমএমএফ/জেআইএম