ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ফেরদৌস

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়ক ফেরদৌস। আসনগুলো হলো ঢাকা-১০ এবং ঢাকা-১৮।

দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে এ দুই আসন থেকে অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করার ব্যাপারে গণমাধ্যমকে ফেরদৌস বলেন, ‘মনোনয়ন ফরম সংগ্রহ করতে সেখানে মানুষের অনেক ভিড় দেখেছি। যেহেতু অনলাইনে উইং খোলা হয়েছে সেজন্য সেখানে না গিয়ে অনলাইন থেকে সংগ্রহ করি।’

তিনি বলেন, সেখানে আমি যাওয়া মানে আরও ভিড় বাড়ানো। আমি মানুষের সেবা করতে চাচ্ছি, সেখানে উল্টো ভোগান্তি বাড়ানোর কোনো মানে হয় না। মনে হয়েছে, আমি না গেলে কিছু মানুষের ভিড় হয়তো কমবে। সেই জায়গা থেকে অনলাইনে নিয়েছি, জমাও দিয়েছি।

চিত্রনায়ক ফেরদৌস অভিনয়ে বরাবরই আলো ছড়িয়ে এসেছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও তার জনপ্রিয়তা তুঙ্গে। এখন রাজনীতির মাঠেও সরব তিনি।

ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ সিনেমার জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ১৯৯৭ সালে সিনেমাটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমারে চায় না সিনেমার মধ্য দিয়ে।

এমআই/এমআইএইচএস/এমএস