গান গাইতে ঢাকায় এসে বিপদে ইমন চক্রবর্তী!
গান গাইতে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী। তবে বাংলাদেশে এসে দারুণ ‘ঝামেলায় পড়েছেন’। মোবাইলে যে অ্যাপ দিয়ে তিনি ক্রিকেট ম্যাচ লাইভ দেখেন, সেটি বাংলাদেশে চলে না।
তাই মোবাইলে ম্যাচ দেখতে কীভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না এ গায়িকা। এ সমস্যার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ইমন। সেখানে সবার পরামর্শ চেয়ে পোস্ট লিখেছেন, ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কী করে ওয়ার্ল্ড কাপ দেখব?
আরও পড়ুন: বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে থাকছেন না ডুয়া লিপা!
ইমন চক্রবর্তীর ফেসবুক পোস্টের নিচে তার অনেক বন্ধুই নানা রকম সমাধান দিয়েছেন। অনেকেই তাকে বাংলাদেশি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে খেলা দেখার পরামর্শ দিয়েছেন।
আজ (১৯ নভেম্বর) ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দিনটি ভারতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খেলা দেখতে কলকাতার টালিগঞ্জে অনেক পরিচালক শুটিং বন্ধ রেখেছেন। শিল্পী কলাকুশলীরাও খেলা দেখার নানা পরিকল্পনার কথা জানিয়েছেন ফেসবুকে।
২০১৭ সালে ‘প্রাক্তন’ সিনেমায় ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান ইমন চক্রবর্তী। পরে গানটির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এ শিল্পী।
এমআই/এমএমএফ/জিকেএস