ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা অমিতাভ বচ্চন

প্রকাশিত: ০৯:০১ এএম, ২৮ মার্চ ২০১৬

ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। জানা গেছে, এবারে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি এই পুরস্কার জিতে নিয়েছেন।

এ নিয়ে চতুর্থবার জাতীয় পুরস্কার পেলেন বিগ বি। এর আগে ‘অগ্নিপথ’ (১৯৯০), ‘ব্ল্যাক’ (২০০৫) ও ‘পা’ (২০০৯) ছবির জন্য এই সম্মান পান অমিতাভ। প্রিয় অভিনেতার চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। এরইমধ্যে বি-টাউনের অনেক তারকাই অমিতাভ বচ্চনকে অভিনন্দন জানিয়েছেন।

শুধু সেরা অভিনেতাই নয়, ‘পিকু’র জন্য সংলাপ রচয়িতা ও মৌলিক চিত্রনাট্যকার বিভাগে সেরা হয়েছেন জুহি চতুর্বেদি।

এদিকে টানা দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হলেন কঙ্গনা রানাউত। গতবার ‘কুইন’ তাকে এ সম্মান এনে দেয়। আর চলতি বছরে তিনি ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন।

সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে গত বছর সাড়া ফেলে দেওয়া এসএস রাজামৌলির ‘বাহুবলী : দ্য বিগিনিং’ ছবিটি।

আজ সোমবার, ২৮ মার্চ বিজয়ীদের এই তালিকা ঘোষণা করা হয়। সে তালিকা থেকে আরো জানা গেল সঞ্জয়লীলা বানসালিও টানা দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। ‘বাজিরাও মাস্তানি’র জন্য সেরা পরিচালক হয়েছেন তিনি।

সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’। সেরা হিন্দি ছবি হয়েছে ‘দম লাগা কে হেইশা’।

এবার ১১ সদস্যের জুরি বোর্ডের প্রধান ছিলেন বর্ষীয়ান পরিচালক রমেশ সিপ্পি। তিনিই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অরুণ জেটলির কাছে বিজয়ী তালিকা সুপারিশ হিসেবে হস্তান্তর করেন।

এক নজরে ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা
চলচ্চিত্র : বাহুবলী: দ্য বিগিনিং
অভিনেতা : অমিতাভ বচ্চন (পিকু)
অভিনেত্রী : কঙ্গনা রনৌত (তনু ওয়েডস মনু রিটার্নস)
পরিচালক : সঞ্জয়লীলা বানসালি (বাজিরাও মাস্তানি)
জনপ্রিয় বিনোদনমূলক ছবি : বজরঙ্গি ভাইজান
পার্শ্ব অভিনেত্রী : তানভি আজমি (বাজিরাও মাস্তানি)
পার্শ্ব অভিনেতা : সামুথিরাকানি (বিসারানাই)
বাংলা ছবি : শঙ্খচিল
হিন্দি ছবি : দম লাগা কে হেইশা
নৃত্য পরিচালক : রেমো ডি’সুজা (গান: দিওয়ানি মাস্তানি, ছবি: বাজিরাও মাস্তানি)
গায়িকা : মোনালি ঠাকুর (গান: মোহ মোহ কে ধাগে, ছবি: দম লাগা কে হেইশা)
আবহ সংগীত : ইলাইয়া রাজা (থারাই থাপ্পাত্তাই)
সংগীত পরিচালক : এম জয়াচন্দ্রন (কাথিরুন্নু কাথিরুন্নু, ছবি: ইনু নিন্তে মইদিন)
সংলাপ রচয়িতা : জুহি চতুর্বেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস)
চিত্রনাট্যকার : জুহি চতুর্বেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস)
চিত্রগ্রাহক : সুদীপ চ্যাটার্জি (বাজিরাও মাস্তানি)
পোশাক পরিকল্পনা ও রূপসজ্জাকর : নানক শাহ ফকির
চলচ্চিত্র বান্ধব রাজ্য পুরস্কার : গুজরাট (স্পেশাল মেনশন উত্তর প্রদেশ ও কেরালা)

এলএ/আরআইপি