ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

একনজরে ‘মুজিব: একটি জাতির রূপকার’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৩ অক্টোবর ২০২৩

আজ (১৩ অক্টোবর) দেশের দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। এটি শুধু একটি সিনেমা নয়, বাংলাদেশের ইতিহাসের অমূল্য প্রামাণ্য চিত্রও বটে। এ সিনেমার প্রতিটি দৃশ্যে রূপায়ণ করা হয়েছে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবনকে।

পৃথিবীর অনেক বরণ্যে রাজনীতিবিদ, স্বাধীনতা আন্দোলনের নেতাদের নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। এর মাধ্যমে সেসব দেশের মানুষসহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাদের নেতাদের সম্পর্কে জানতে পারছেন। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মাধ্যমেও এদেশের বিভিন্ন শ্রেণির মানুষ জাতির পিতা শেখ মুজিবকে জানতে পারবে।

আরও পড়ুন: ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখা যাবে আজ

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি নির্মাণের শুরু থেকে যারা এর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের বক্তব্যেই উঠে এসেছে একটি কথা। তা হচ্ছে- এই সিনেমায় কাজ করেতে পেরে তাদের জীবন ধন্য হয়েছে। কারণ এটি দেশের জাতির পিতাকে নিয়ে নির্মিত হয়েছে।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের অনুভূতি জানিয়ে এর কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী অভিনেতা আরিফিন শুভ বলেন, ‘মুজিব সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা বলে বুঝানোর মতো নয়। দর্শকই বলবে কতোটুকু দিতে পেরেছি। আমি মনে করি এটি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ হয়ে থাকবে।’

আরও পড়ুন: ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি ‘মুজিব : একটি জাতির রূপকার’

অভিনেতা ফজুলর রহমান বাবু বলেন, ‘এটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়- এটি একটি ইতিহাস। আমি এ ইতিহাসের অংশ হয়ে রইলাম।‘

এবার একনজরে দেখে নেওয়া যাক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি- বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। এটি বাংলাদেশের মুক্তির আগেই ২০২২ সালের ১৯ মে ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবকালে সিনেমাটির প্রাথমিক ট্রেলার মুক্তি পায়।

সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। খন্দকার মোশতাক আহমদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি।

এ ছাড়া রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চুসহ অনেকেই অভিনয় করেছেন।

সিনেমাটি শুরুতে বাংলাদেশে শুটিং হওয়ার কথা ছিল। সেভাবেই ২০২০ সালে সব প্রস্তুতি সম্পন্ন হয়। এরই মধ্যে বিশ্বজুড়ে শুরু হয় করোনা মহামারি। এ কারণে এক বছর পর মুম্বাইয়ের দাদাসাহেব ফালকে ফিল্ম সিটিতে সিনেমার শুটিং হয়।

আর সেখানেই তৈরি করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মিছিল-মিটিংয়ের জায়গা, খেলার মাঠ ও থানা। আবার কোথাও বঙ্গবন্ধুর স্মৃতিময় কলকাতার বেকার হোস্টেল। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর বাংলাদেশের টুঙ্গিপাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে দৃশ্য ধারণ করা হয়।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি নির্মাণ করেছেন শ্যাম বেনেগাল। এর চিত্রনাট্য রচনা করেছেন শামা জাইদি ও অতুল তিওয়ারি। ২০২১ সালের ২১ জানুয়ারি এর দৃশ্যধারণের কাজ শুরু হয়।

সিনেমাটিতে ভারতীয় শিল্পীদের মধ্যে রয়েছেন শ্রীজা ভট্টাচার্য, রাজেন মোদি, দেবাশীষ নাহা, সোমনাথ, কৃষ্ণকলি গাঙ্গুলি, আবির সুফি, অরুণাংশু রায়সহ আরও অনেক।

এটি নির্মাণ করতে ৮৩ কোটি টাকা বাজেট ছিল। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের ‘বিএফডিসি’ (বাংলাদেশ) ও ভারতের ‘এনএফডিসি’। এটি বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষায় করা হয়েছে। সিনেমাটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৫৮ মিনিট।

এমএমএফ/এএসএম

আরও পড়ুন