দুর্ধর্ষ যোদ্ধা কঙ্গনা
বলিউড তারকা কঙ্গনা রানাউত দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে তার ভক্তদের সামনে আসছেন। এবাবের গান্ধী জয়ন্তীতে প্রকাশ্যে এসেছে তার ‘তেজস’ সিনেমার টিজার। আর ৭ অক্টোবর ভারতের এয়ার ফোর্স দিবসে প্রকাশিত হয়েছে ‘তেজস’ সিনেমার ট্রেলার।
আরও পড়ুন: সবুজ শাড়িতে দেখা দিলেন কঙ্গনা
কঙ্গনা রানাউতের অভিনয় ক্ষমতা বারবার প্রশংসিত হয়েছে। ‘তেজস’ সিনোর ট্রেলার প্রকাশের পরও এর ব্যতিক্রম হয়নি। ২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত বিমান বাহিনীর পাইলট হিসেবে দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে সমস্ত লামইলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন কঙ্গনা রানাউত। স্বল্প পরিসরে নজর কেড়েছেন আশীষ বিদ্য়ার্থীও।
আবারও পড়ুন: শাহরুখকে সিনেমার ‘ঈশ্বর’ বললেন কঙ্গনা
ট্রেলারে দেখা যাচ্ছে যে, পাকিস্তানে একজন ভারতীয় গুপ্তচর ধরা পড়েছে এবং কঙ্গনা তাকে উদ্ধার অভিযানে যেতে উদ্য়ত। একের পর এক বাধার সম্মুখীন হওয়ার পরও তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে এটি দেশের সঙ্গে সম্পর্কিত।
ট্রেলারের একটি জায়গায় তিনি বলেন, ‘প্রতিবারই সংলাপ সমাধান হতে পারে না। কখনো কখনো, আপনাকে যুদ্ধক্ষেত্রে আপনার শত্রুর সঙ্গে লড়াই করতে হবে।’পুরো ট্রেলারজুড়ে রয়েছে টানটান উত্তেজনা। এ সিনেমায় অন্য়তম প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ মিত্রও।
‘তেজস’ সিনেমায় বিমানসেনা তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। অনুরাগীদের দাবি, অনেক প্রতীক্ষার পর এ সিনেমা ভাগ্য ফেরাতে অভিনেত্রীর ক্যারিয়ারের। দেশপ্রেমে ভরপুর এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা ট্রেড অ্যানালিস্টদেরও।
এদিনে ট্রেলার শেয়ার করে বলিউডের কুইন লেখেন, ‘এবার আকাশ থেকে শত্রুর ওপর হামলা হবে, এবার যুদ্ধ শুরুর ঘোষণা হবে, ভারতে কেউ সমস্য়া তৈরি করতে চাইলে ভারতও ছেড়ে কথা বলবে না।’ সিনেমার ট্রেলার এরই মধ্য়েই পছন্দ করেছে আপামর সিনেমাপ্রেমীরা।
আরও পড়ুন: কোটিপতি কঙ্গনা রানাউতের মা মাঠে কাজ করেন
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ অক্টোবর। এ সিনেমায় তেজস গিল নামের একজন বিমানসেনার পাইলটের অসাধারণ যাত্রাকে কেন্দ্র করে আবর্তিত হয় এর গল্প। এ সিনেমার লক্ষ্য প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করা এবং গভীর গর্বের অনুভূতি জাগিয়ে তোলার।
সিনেমায় দেখানো হয়েছে কীভাবে আমাদের বিমানবাহিনীর পাইলটরা আমাদের দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে, এবং অসংখ্য চ্যালেঞ্জের মোকাবিলা করে। এখন সবাই সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন।
এমএমএফ/জিকেএস