ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

স্ত্রী বিয়োগের শোক নিতে পারেননি সোহান ভাই: নিপুণ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এরই মধ্যে পরিচালকের মৃত্যুর খবর শুনে তৎক্ষণাৎ উত্তরার হাসপাতালে ছুটে যান শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা চিত্রনায়িকা নিপুণ আক্তার।

প্রিয় পরিচালক হারানোর শোকে নিপুণ বলেন, ‘সোহান ভাইয়ের স্ত্রী গতকাল মারা যান। স্ত্রী বিয়োগের শোক তিনি নিতে পারেননি। তিনিও চলে গেলেন। বিশ্বাস করেন সোহান ভাইয়ের এভাবে চলে যাওয়া আমারও বিশ্বাস হচ্ছিল না। তাই খবরটি শুনেই দ্রুত উত্তরায় ছুটে আসি।’

আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরদিনই চলে গেলেন নির্মাতা সোহানুর রহমান

গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান স্ট্রোক করে মারা যান। তার ২৪ ঘণ্টা পার না হতেই পরপারে পাড়ি জমান সুপারহিট ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ শাকিব খান অভিনীত ‘কথা দাও সাথী হবে’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’সহ অসংখ্য হিটি সিনেমার নির্মাতা।

সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন ৭০ দশকের শেষের দিকে। পরবর্তীতে তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন।

আরও পড়ুন: পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা গেছেন

একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ মুক্তি পায় ১৯৮৮ সালে। তিনি মূলত প্রেম-বিরহ ঘরানার মূলধারার চলচ্চিত্র পরিচালনায় পারঙ্গম ছিলেন। তার নির্মিত সিনেমার সংখ্যা ২৫টি। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও ব্যক্তিগত উদ্যোগেও চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের শিক্ষক হিসেবে কাজ করেছেন।

এমআই/বিএ/জিকেএস