আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে আজ (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২৩। আজ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা চত্বরে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের পর বক্তব্য রাখেন, চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহ উদ্দিন আহাম্মদ ও উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘আম কাঠাঁলের ছুটি’ (বাংলাদেশ) উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়।
উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, ও সন্ধ্যা ৬টায়, মোট ৩টি প্রদর্শনী হবে।
এবারের উৎসবে ঢাকায় ২টি ভেন্যু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও আলিয়ঁস ফ্রসেঁসে ৩৯টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। প্রতিবছরের ন্যায় এবারও উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু—কিশোরসহ সবার জন্য উন্মুক্ত। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশ মূল্য নেই।
এবারও উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগটি। এ বিভাগে এবার ১৭টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, ৩টি চলচ্চিত্র পুরস্কার পাবে।
বিশেষ চলচ্চিত্র বিভাগে ৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তরুণ বাংলাদেশি নিমার্তা বিভাগে ৩৫টি চলচ্চিত্র জমা পড়েছিল যার মধ্যে প্রদর্শিত হবে ১৫টি চলচ্চিত্র, পুরস্কার পাবে ২টি চলচ্চিত্র। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে ২৭০০-এর বেশি চলচ্চিত্র জমা পড়েছিল। এ থেকে প্রদর্শিত হবে ৭৫টি চলচ্চিত্র।
শিশু নির্মাতাদের চলচ্চিত্র বিচার কাজে জুরি বোর্ডের সবাই শিশু—কিশোর। অর্থাৎ, ছোটদের নির্মিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো বাছাই করবে ছোটরাই। তরুণ বাংলাদেশি নিমার্তা বিভাগের চলচ্চিত্রগুলো বিচার করার জন্য জুরি বোর্ডে রয়েছেন উদীয়মান চলচ্চিত্র নির্মাতারা যারা চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ বিভিন্ন উৎসবে নির্মাতা হিসেবে অংশ নিয়েছিলেন।
এছাড়া চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, শামীম আকতার ও রাকা নওশিন নাওয়ারকে সদস্য করে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে’র চলচ্চিত্র বিচার করার জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে।
উৎসবে যাদের চলচ্চিত্র প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে উৎসবে তারা প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন। এবারের উৎসবে আমন্ত্রিত প্রতিনিধিদের জন্য ২টি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম এবং চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি।
এমএমএফ/জেআইএম