ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চিত্রনায়িকা দিতির মৃত্যুতে স্পিকারের শোক

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২০ মার্চ ২০১৬

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ও সিপিএ’র চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার এ বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় স্পিকার বলেন, চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি ছিলেন দেশের একজন বরেণ্য চিত্রনায়িকা। তিনি ছিলেন চলচ্চিত্রাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আজীবন অভিনয়ের মাধ্যমে মানুষের মনে দাগ কেটেছেন। তার এই মৃত্যু চলচ্চিত্রাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

স্পিকার তার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

একে/পিআর