‘গদর-২’ সিনেমা মুক্তির দিনেই ২০ লাখ টিকিট বিক্রি
ভারতজুড়ে বিপুল সমারোহে চলছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত সিনেমা ‘গদর-২’। ১১ আগস্ট সিনেমাটি দেখার জন্য় আগ্রহ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি। জানা গেছে, ১৩ অগাস্ট দিল্লির রাষ্ট্রপতি ভবনে স্ক্রিনিং হবে এ সিনেমার।
আরও পড়ুন: নতুন অতিথির জন্য প্রস্তুতি নিচ্ছেন স্বরা
এর পাশাপাশি জানা গেছে, এক নতুন তথ্য়। মুক্তির প্রথমদিনই ২০ লাখ টিকিট বিক্রি হয়েছে এ সিনেমার। ৫ অগাস্টের আগে থেকেই শুরু হয়েছিল এ সিনেমার অগ্রিম বুকিং। এক সপ্তাহ আগেই ৩০ হাজার টিকিট বিক্রি করে ফেলেছিল এ সিনেমা। ‘পিভিআর’-ই বিক্রি করেছিল প্রায় ১২ হাজার টিকিট। অন্যদিকে ‘সিনেপলিস’ বিক্রি করেছিল প্রায় ৯ হাজার ৩৫০ টিকিট।
ভারতের চলচ্চিত্র সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সিনেমা প্রসঙ্গে বলেছিলেন, ‘একাধিক ঘটনা শোনা যাচ্ছে যে সিনেমাতে নাকি সানি দেওলের চরিত্র অতটা গুরুত্বপূর্ণ নয় এবং অনিল শর্মা নাকি বেশি তার ছেলে উৎকর্ষের ওপরেই ফোকাস করেছেন।’
আরও পড়ুন: ‘জওয়ান’ নিয়ে শাহরুখ ভক্তদের বিশেষ প্রচার
তিনি আরও বলেন, ‘আমি অনিল শর্মাকে জিজ্ঞেস করি এই ব্যাপারে, এবং আমি জি-কেও জিজ্ঞেস করি। তারা প্রত্যেকেই বলেন এসব সমস্ত মিথ্যা, সানি দেওল সিনেমাতে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছেন এং গদর হচ্ছেন সানি দেওলই।’
পরিচালক অনিল শর্মা ‘গদর-২’ সিনেমায় দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে এ সিনেমায়। ট্রেলারেই স্পষ্ট ছিল যে সিনেমায় দুর্দান্ত অ্য়াকশান সিকোয়েন্সের দেখা মিলতে চলেছে।
‘গদর: এক প্রেম কথা’ বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি রুপির ব্য়বসা করেছিল এ সিনেমা। আমির খানের ‘লাগান’-এর সঙ্গেও রীতিমতো প্রতিযোগিতা চলে এ সিনেমার।
এমএমএফ/এএসএম