ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘পাতালঘর’
‘কমলা রকেট’খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু নির্মাণ করেছেন তার দ্বিতীয় সিনেমা ‘পাতালঘর’। এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল সিনেমাটি। আগামী ২৭ জুলাই দেশে মুক্তি পাবে এই সিনেমাটি। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এটি।
আরও পড়ুন: কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘পাতালঘর’-এ অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু প্রমুখ। সিনেমায় সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। মেয়ের সঙ্গে যার টানাপোড়েন নিয়ে এগিয়ে যায় গল্প।
‘পাতালঘর’ ভারতের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়। গত বছর গোয়ায় ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। এছাড়া বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করে।
আরও পড়ুন: গ্যাংস্টার হয়ে আসছেন মোশাররফ করিম
এছাড়া চলতি বছর নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘দন কিহোতে পুরস্কার’ পেয়েছে ‘পাতালঘর’। মার্চে অনুষ্ঠিত এ উৎসবে ৩৫টি দেশের ৯৫টি সিনেমা প্রদর্শিত হয়েছিল।
এমআই/এমএমএফ/এএসএম