‘সুড়ঙ্গ’ সিনেমা ১ সপ্তাহে কত আয় করলো?
দেশীয় সিনেমা অঙ্গনে বুঝি সুদিন ফিরছে। বিগত কয়েক বছর ধরে এমনটাই মনে হচ্ছে। পর পর কয়েক বছর ভালোমানের কিছু সিনেমা মুক্তি পেয়েছে। যাতে দর্শক আবার প্রেক্ষাগৃহমুখী হয়েছে। এরই ধারাবাহিকতা এবারের ঈদেও দৃশ্যমান।
আরও পড়ুন: ঈদে মুক্তিপ্রাপ্ত ৫ সিনেমার হালচাল
এবারের ঈদে ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলোই বেশ ভালো চলছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমাও অন্যতম। এটিও শুরুর দিন থেকে বেশ আয় করছে। সিনেমাপ্রেমীরা বেশ ভালোভাবে গ্রহণ করছে। আজ (৬ জুলাই) জানা গেল ‘সুড়ঙ্গ’ সিনেমার আয়ের পরিমাণ।
আরও পড়ুন: এবারের ঈদে আসিফ ইকবালের বাজিমাত
জানা গেছে, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা একের পর এক রেকর্ড গড়ে চলছে। থ্রিলার ও রহস্যে ভরা সিনেমাটি দেখতে মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ভিড় করছেন প্রেক্ষাগৃহগুলোতে।
বিগত সাত দিনে অর্থাৎ ১ সপ্তাহে সিনেমাটির টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে বলে জানা গেছে।
সিনেমার নির্মাতা রায়হান রাফি বলেন, ৭ দিনে সিনেপ্লেক্স থেকে ‘সুড়ঙ্গ’ সিনেমা আড়াই কোটি টাকারও বেশি টিকিট বিক্রি করেছে। খবরটি আমাদের সিনেমার জন্য ভীষণ আশাব্যঞ্জক।
বিভিন্ন হলের প্রাপ্ত সংবাদে দেখা গেছে, রাহয়ান রাফির এ সিনেমাটি বেশ ভালো চলছে। এখনও বেশ দর্শক চাহিদা রয়েছে। রোমাঞ্চ, গান, কমেডি, অ্যাকশন—সব মিলিয়ে এটি একটি বাণিজ্যিক ঘরানার সিনেমা। সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার, মনির আহমেদ, অশোক ব্যাপারীসহ আরও অনেকে। অন্যদিকে সিনেমাটির একটি আইটেম গানে নুসরাত ফারিয়া অংশ নিয়েছেন।
এমএমএফ/এমএস