ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঈদে হাওরের তিন অডিটোরিয়ামে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৯ জুন ২০২৩

ঈদুল আজহায় কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে চলবে সৈকত নাসির পরিচালিত থ্রিলার ঘরানার সিনেমা ‘ক্যাসিনো’। বুধবার (২৮ জুন) দুপুরে সিনেমাটি প্রযোজনা করেছেন সরোয়ার আলম রাজিব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গ্রামের হাটে গিয়ে গরু কিনবেন নায়ক সাইমন

সরোয়ার আলম রাজিব জানান, কিশোরগঞ্জের হাওরে আমার বাড়ি। হাওরে বর্তমানে কোনো সিনেমা হল নেই তাই ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে সিনেমাটি ঈদের দিন থেকে চলবে। জেলা পরিষদের আবদন করে এই তিন অডিটোরিয়ামে সিনেমা দেখানোর অনুমতি পেয়েছি। প্রতিদিন দুপুর ১২টায়, বিকেলে ৩টায় ও সন্ধ্যা ৬টায় শো চলবে। আশা করছি সিনেমাটি হাওরের মানুষ উপভোগ করবে।

আরও পড়ুন: এবার গরু কিনতে হাটে যাচ্ছেন না রিয়াজ

তিনি আরও জানান, বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিংয়ের বিষয় উঠে আসা গল্পে নির্মিত হয়েছে ‘ক্যাসিনো’ সিনেমা। এ সিনেমায় নিরব, শবনম বুবলী, তাসকিন রহমান, দোয়েল প্রমুখ অভিনয় করেছেন। ক্যাসিনোর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের।

রাজিব সরোয়ার আরও জানান, ভালো গল্পের সিনেমা ‘ক্যাসিনো’। ঈদ উৎসবে দর্শকের কাছে সিনেমাটি ভাল লাগবে। এরই মধ্যে সিনেমাটির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছে। থ্রিলার-অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আমার বিশ্বাস, দর্শকরা সিনেমাটি পছন্দ করবে। ঈদে সিনেপ্লেক্সসহ ১৫টি হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

এসকে রাসেল/এমএমএফ/এএসএম

আরও পড়ুন