ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সন্ধ্যায় লাইভে আসছেন বুবলী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৮ জুন ২০২৩

চিত্রনায়িকা বুবলীর এবারের ঈদের আনন্দ যেন বহুগুণে বেড়ে গেছে। কারণ এবারের ঈদুল আজহায় বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি সিনেমা হচ্ছে ‘প্রহেলিকা’। চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ।

আরও পড়ুন: ঈদে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

বুবলীর অন্য সিনেমার নাম হচ্ছে ‘ক্যাসিনো’। সৈকত নাসির পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা নিরব। সিনেমা দুটি নিয়ে ব্যাপক আশাবাদী বুবলী।

আজ (২৮ জুন) সন্ধ্যা ৬টায় তিনি লাইভে আসার ঘোষণা দিয়েছেন তার ফেসবুক পেজে। লাইভে এসে বুবলী তার ঈদে মুক্তির মিছিলে থাকা সিনেমা ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো নিয়ে কথা বলবেন। তিনি তার সিনেমার বিভিন্ন দিক ভক্তদের সামনে তুলে ধরবেন। বুবলী তার ফেসবুক পোস্টে একটি ছবিও জুড়ে দিয়েছেন।

আরও পড়ুন: ‘প্রহেলিকা’র আড্ডায় মাহফুজ-বুবলী

এরই মধ্যে বুবলীর ‘প্রহেলিকা’ সিনেমাটির ‘মেঘের নৌকা’ ও ‘হৃদয় দিয়ে’ শিরোনামের গান দুটি আলোচিত হয়েছে। জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

সিনেমা দুটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বুবলী। এরই মধ্যে এবার ঈদ নিয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বুবলী বলেন, এবার ঈদ কাটবে আমার সন্তান শেহজাদ খান বীরকে ঘিরে।

কারণ তার বাবা-মা আমিই। কাজের বাইরে তাকে আমার সর্বোচ্চ সময় দিতে চাই। তার আনন্দই আমার আনন্দ। এবার ঈদে আমাদের কোরবানির গরুর নামকরণ করা হয়েছে ‘মহারাজ’। ভালোবেসেই এই নাম রাখা। ঈদের দিন এইসব নিয়েই কেটে যাবে।’

এমএমএফ/জিকেএস

আরও পড়ুন