গ্রামের হাটে গিয়ে গরু কিনবেন নায়ক সাইমন
‘গ্রামের বাড়ি পরিবার নিয়ে ঈদে করবো। সেইখানে গ্রামের হাটে গিয়ে পরিবারে আরও কয়েজন সদস্যকে নিয়ে গরু কিনে আনবো। হাটে গিয়ে সবাই মিলে গরু কিনে আনার সেই আনন্দ আমি কখন মিস করতে চাই না।’ জাগো নিউজের সঙ্গে আলাপকালে জানান ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক।
তিনি আরও বলেন, মঙ্গলবার (২৭ জুন) বিকেলে কিশোরগঞ্জে গ্রামে বাড়ির কোরবানির হাটে গিয়ে গরু কিনে আনবো। এটা আমার কাছে খুব ভালো লাগে। ঈদ এলে গ্রামের সবার সঙ্গে দেখা হয়। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যায়।
আরও পড়ুন: এবার গরু কিনতে হাটে যাচ্ছেন না রিয়াজ
ঈদে মুক্তি পাচ্ছে সাইমন সাদিক অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা। এর মধ্যে সিনেমাটির সেন্সরসহ দুটি গান মুক্তি পেয়েছে। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহে রয়েছে সিনেমাটি।
সিনেমা নিয়ে সাইমন সাদিক বলেন, ‘লাল শাড়ি’ আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, ঈদে দর্শকদের দেখাতে পারব।’
আরও পড়ুন: নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ সাইমন সাদিক
অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
এমআই/এমএমএফ/জেআইএম