চলচ্চিত্র পরিচালক বাদল রহমান স্মরণে বিশেষ আয়োজন
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই এসোসিয়েশন ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ আয়োজনে আজ (১১ জুন) বিকেল চারটায় চলচ্চিত্র পরিচালক বাদল রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ফেরদৌসের সমর্থনে দুই নায়ক
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। আলোচক ছিলেন চলচ্চিত্র সংসদ আন্দোলন অন্যতম কর্মী, চলচ্চিত্র পরিচালক এনায়েত করিম বাবুল ও মানজারে হাসিন মুরাদ।
আরও পড়ুন: ‘মা’ দেখতে সিলেটে পরীমণি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, মিডিয়া ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম।
অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক বাদল রহমান পরিচালিত বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০) প্রদর্শিত হয়।
এমএমএফ/জিকেএস