ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আবারও সিনেমা হলে ‘সাঁতাও’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৮ জুন ২০২৩

চলতি বছরের ২৭ জানুয়ারি মুক্তি পেয়েছিল খন্দকার সুমন পরিচালিত গণ-অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। সিনেমাটি দর্শক ২ সপ্তাহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখেছে। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় সিনেমাটির বিকল্প প্রদর্শনী চলছে। তবে দর্শকদের চাহিদার কারণে আবারও সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করছেন সিনেমাটির নির্মাতা পরিচালক খন্দকার সুমন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কারণে প্রেক্ষাগৃহে সিনেমাটি চলতে দেওয়া হয়নি। যে কারণে আমরা বিকল্প প্রদর্শনীর মাধ্যমে এটি চালাচ্ছিলাম। দর্শকদের কাছ থেকে বেশ সাড়াও পাচ্ছি। এরই মধ্যে সিরাজগঞ্জের সিনেপ্লেক্স রুটস সিনে ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ করে। ‘সাঁতাও’ সিনেমাটি তাদের রুটস সিনে ক্লাব চালাতে চায়। আমরা তাদের সেই প্রস্তাবে রাজি হই। তাই তারা আগামীকাল শুক্রবার (৯ জুন) থেকে ‘সাঁতাও’ সিনেমাটি চালাবে।

আরও পড়ুন: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব/ সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘সাঁতাও’ সিনেমা

তিনি আরও বলেন ‘আমাদের সিনেমাটি এর আগেও রুটসে চলছে। তখন দর্শকরা বেশ পছন্দ করেছিল। অনেক দর্শক তখন সিনেমাটি সময়ের অভাবে দেখতে পারেননি। তাদের অনুরোধে হলটিতে আমরা আবারও সিনেমাটি মুক্তি দিচ্ছি।’

গত বছরের নভেম্বরে ২৪ তারিখে ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে সিনেমাটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়।

আরও পড়ুন: নেপালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘সাঁতাও’

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে সিনেমা ‘সাঁতাও’। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন।

‘সাঁতাও’ সিনেমাটি গত ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা প্রযোজনা পরিকল্পনা’ পুরস্কার লাভ করেন। এরপর ৫ মার্চ ভারতের কেরলা প্রদেশের ত্রিশুল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশুল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

এর আগে সিনেমাটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরোমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল। ৫ম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানরোমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড অর্জন করে। সম্প্রতি লন্ডনে শেষ হওয়া ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে।

এমআই/এমএমএফ/এএসএম

আরও পড়ুন