ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রাইমার নায়ক প্রতীক

প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

রাইমা আপাতত কোনো শুটিং করছেন না। তিনি কী তবে বিশ্রাম নিচ্ছেন? এটা তো হতে পারে না। তাঁর মতো ব্যস্ত এবং চাহিদাপ্রবণ নায়িকা কাজ না করে হাত পা গুটিয়ে বসে আছেন তা তো হতে পারে না। কিন্তু কোনো খবরও পাওয়া যাচ্ছিল না। এ রকম চাপানউতোর সময় নিস্তব্ধতা ভেঙে রাইমা নিজেই জানালেন বসে নেই। কাজে আছেন। রানা ভাটিয়ার প্রথম বলিউড ছবি ইশক কভি করিও না ছবিতে তিনি মুখ্য নারীচরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। বিপরীতে প্রতীক বব্বর।

এই ছবির সূত্রেই তাঁরা প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন তাঁরা। নতুন নায়ক সম্পর্কে উচ্ছ্বসিত রাইমা। তিনি জানাচ্ছেন, ধোবিঘাট-এ ওর কাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। ও একজন অসাধারণ অভিনেতা। ওকে নায়ক হিসেবে পেয়ে খুশি আমি।

ছবির চিত্রনাট্য অনুযায়ী, প্রিয়া (রাইমা) এক গৃহবধূ যে তাঁর স্বামীর (রাহুল) সঙ্গে অত্যন্ত খুশি। কিন্তু হঠাৎই রাজ (প্রতীক) এসে বদলে দেয় তাঁর জীবন। ছবিতে ট্রেন্ডি পোশাকে নাচগান করতে দেখা যাবে রাইমাকে। সিনেমাটির মিউজিক কম্পোজ করছেন জিৎ গঙ্গোপাধ্যায় ও রাঘব সচর। গায়ক-গায়িকাতেও চমক থাকছে। অরিজিৎ সিং ও শালমলি খোলগাড়ে ইতিমধ্যেই দুটি গান রেকর্ড করে ফেলেছেন। ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হবে গোয়া এবং মুম্বাইয়ে।