ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ন্যাশনাল কনটেন্ট ফেস্টের আয়োজন করেছে আর্টলিট

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৮ এএম, ০২ জুন ২০২৩

স্বাধীন কনটেন্ট ক্রিয়েটরদের বাছাইকৃত কনটেন্ট নিয়ে অনুষ্ঠিতব্য দিনব্যাপী ‘ন্যাশনাল কনটেন্ট ফেস্ট ২০২৩’এর জন্য কনটেন্ট আহ্বান করেছে আর্টলিট। আগামী ১৩ জুনের মধ্যে ১২টি ক্যাটাগরিতে কনটেন্ট জমা দিতে পারবেন যে কোন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর।

আরও পড়ুন: ‘ফাইটার’ হয়ে আসছেন পারিশা

উৎসব পরিচালক দীপান্ত রায়হান জানান, ‘সারাদেশের কয়েক লাখ কনটেন্ট ক্রিয়েটর তাদের কনটেন্টের মাধ্যমে শিক্ষা, কৃষি, তথ্য, চিত্ত-বিনোদন, ভালো ও মানবিক কাজে উৎসাহিত করে থাকেন। এর পাশাপাশি এসব কনটেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।

তিনি আরও জানান, যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। সুতরাং কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করা এখন সময়ের দাবি। এ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে ন্যাশনাল কনটেন্ট ফেস্ট ২০২৩।’

শিক্ষা, কৃষি, ভ্রমণ, ইতিহাস-ঐতিহ্য, রান্না, মানবিক স্টোরি, রিভিউ (বই, চলচ্চিত্র, খাবার) মোটিভেশন, স্বাস্থ্য, শর্ট ফিকশন, আইটি, কমেডি-এই ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশের যে কোনো কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতার জন্য কনটেন্ট জমা দিতে পারবেন। কনটেন্ট জমা দেওয়া যাবে ফিল্মফ্রিওয়ের www.filmfreeway.comগুগল লিংক এর মাধ্যমে। জুরি বোর্ডের মাধ্যমে প্রতি ক্যাটাগরিতে ৩টি করে কনটেন্ট মনোনয়ন দেওয়া হবে।

আরও পড়ুন: ১৬ জুন মুক্তি পাচ্ছে ‘ফুলজান’

মনোনীত কনটেন্টগুলো ‘ন্যাশনাল কনটেন্ট ফেস্ট ২০২৩’ -এ প্রদর্শন করা হবে। প্রদর্শনী শেষে ১২টি ক্যাটাগরিতে সেরা কনটেন্টের জন্য ১২ জন কনটেন্ট ক্রিয়েটরকে ‘বেস্ট কনটেন্ট অ্যাওয়ার্ড-২০২৩’
প্রদান করা হবে।

এমএমএফ/এমএস

আরও পড়ুন