ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিগ বি`র তালে দীপিকা-ফেদেরার

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৪

বলিউড বাদশা অমিতাভ বচ্চন ও গ্ল্যামারকুইন দীপিকা পাড়ুকোনের সঙ্গে একই মঞ্চে পা মেলালেন রজার ফেদেরার। সৌজন্য ইন্টারন্যাশনাল প্রিমিয়র টেনিস লিগের (আইপিটিএল) গালা ডিনার অনুষ্ঠান। ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী বছর ৩৩’এর যুবক আইপিটিএল খেলতে দিল্লিতে এসেছেন।

ভারতে এই প্রথমবার পা রেখেছেন ফেড এক্স। মাত্র দু’দিনের জন্যই বৈচিত্র্যময় এই দেশের রসাস্বাদন করার সুযোগ পেলেন ফেড এক্স। তাই টেনিসের বাইরে বাকি সময়টা চুটিয়ে উপভোগ করলেন সুইজারল্যান্ডের রাজপুত্র। ভারতীয় খাবার চেখে দেখাতে শুরু করে সেলফি তুলে ট্যুইটারে পোস্ট করা। সবই করছেন রাফা।
তবে ফেদেরারের জন্য সবচেয়ে বড় চমকটা তুলে রেখেছিল আইপিটিএল। বিগ-বি এবং দীপিকার সঙ্গে একই মঞ্চে বলিউডের গানে নেচে উঠলেন ফেড এক্স। ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের এই তারকাদের মহামিলনে সামিল ছিলেন প্যাট্রিক র‍্যাফটার, পিট সাম্প্রাস ও বরিস বেকারের মতো কিংবদন্তিরাও।